More
    Homeখবরসালারে বেসরকারি নাসিংহোম উদ্বোধন করতে এলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

    সালারে বেসরকারি নাসিংহোম উদ্বোধন করতে এলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

    Today Kolkata:- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার এলাকায় শুক্রবারের দিন একটি বেসরকারি নার্সিং হোম এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন তিনি শালার এলাকায় বেসরকারি হাসপাতাল উদ্বোধন করতে এসে সালার বাস এর উদ্দেশ্যে বক্তৃতাও দেন।সালারে বেসরকারি নাসিংহোম , সালারে বেসরকারি নাসিংহোম

    সালারে বেসরকারি নাসিংহোম উদ্বোধন করতে এলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

    MORE NEWS – সারা পশ্চিমবাংলায় সিমি, জামাত, আল-কায়েদা জঙ্গিরা ছড়িয়ে রয়েছে।

    Today Kolkata:- সারা পশ্চিমবাংলায় সিমি, জামাত, আল-কায়েদা জঙ্গিরা ছড়িয়ে রয়েছে। অনেকগুলো এমন ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে তারা মাদ্রাসাতে পড়াচ্ছে, অনেকগুলো এরকম ঘটনা ঘটেছে। মাদ্রাসাগুলো এজন্য খোলা হয়েছে নাকি মাদ্রাসার লোকেরা এগুলো জানেনা, ঠিক এই প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। হোলির দিন শুক্রবার সকাল সকাল খরগোপুর শহরে মর্নিং ওয়াক সেরে চা চক্রে যোগ দেন তিনি, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে প্রশ্ন তুলেদিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। আর এই হাওড়ার বিষয় নিয়েই রাজ্য সরকার কেও একহাত নিলেন তিনি।

    তার বক্তব্য এখানের পুলিশের দায়িত্ব বেশি, পুলিশের ক্ষমতা বাড়ানো প্রয়োজন, এর জন্য পুলিশের আধুনিক সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন, শুধু আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিরোধীদের ফোন ট্যাপ করবে, পুলিশকে বিরোধীদের পিছনে লাগিয়ে দেবে, পুলিশকে বিজেপির পিছনে লাগিয়ে দেবে তাহলে এরকম গতিবিধি আরও বাড়বে। CONTINUE READING

    MORE NEWS – বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার।

    Today Kolkata:- ১৯৪৭ সাল। দেশ স্বাধীন হল। প্রযুক্তিবিদ্যার অধ্যয়নে তখন পুরুষদের একচ্ছত্র আধিপত্য। পশ্চিমবাংলার বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ তখন প্রযুক্তিবিদ্যার অধ্যয়নের অন্যতম পীঠস্থান। ১৯৪৭ সালেই পশ্চিমবাংলার তৎকালীন নিকুঞ্জ বিহারী মাইতি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের দরজা খুলে দিলেন মহিলাদের জন্যে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন দুইজন ছাত্রী। ভর্তি হলেন দুজনেই। কিন্তু একজন দ্বিতীয় বর্ষেই কলেজ ছাড়লেন। রইলেন একজন ছাত্রী। ১৯৫১ সালে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করলেন। তিনিই ছিলেন বাংলার প্রথম ইঞ্জিনিয়ার। গোটা ব্যাচে তিনিই ছিলেন একমাত্র ছাত্রী। বাকি সকলেই ছিলেন ছাত্র। তিনি ইলা মজুমদার। জন্ম ১৯৩০ সালের ২৪শে জুলাই বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর গ্রামে। পিতা যতীন্দ্র কুমার মজুমদার ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। CONTINUE READING

    লক্ষ্মীর ভাণ্ডারেই মিলবে যক্ষ্মা রোগীর ভাতা, চিহ্নিতকরণও হবে নতুন রোগী

    মিড ডে মিলে মরা টিকটিকি!‌ অসুস্থ হল অন্তত ৮০ শিশু

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments