More
    Homeখবরবেহাল কাঠের ব্রিজ, নতুন কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের।

    বেহাল কাঠের ব্রিজ, নতুন কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের।

    তমলুক:- বেহাল কাঠের ব্রিজ। দুর্ঘটনা ঘটছে প্রায়ই, কাঠের ব্রিজ এর পরিবর্তে নতুন কংক্রিটের ব্রীজের দাবিতে তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক অবরোধ করল দক্ষিণ নারিকেলদা গ্রামবাসীরা। দক্ষিণ নারকেলদা গ্রামে প্রতাপখালী খালের ওপর থাকা প্রায় ৩৫ ফুট কাঠের ব্রিজটি ভগ্নপ্রায়। ব্রিজ দিয়ে পারাপারের সময় ঘটছে দুর্ঘটনা। শুধু দক্ষিণ নারকেলদা গ্রাম নয় পার্শ্ববর্তী আরো চারপাশটা গ্রামের বাসিন্দারা এই ব্রিজ দিয়ে যাতায়াত করে নিত্যদিন। এমনকি দক্ষিণ নারকেলদা স্কুল সহ আরো একটি উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীরা এই ব্রিজ দিয়ে স্কুলের যায়। কিন্তু বর্তমানের কাঠের ব্রিজটি ভগ্নপ্রায় থাকায় সমস্যায় পড়েছে সবাই। গ্রামবাসীদের বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন সুরহা হয়নি।

    এমনকি জানানো হয়েছে স্থানীয় বিধায়ক সুকুমার দে কে। কিন্তু তাতেও কোনো কিছু কাজ না হওয়ায় বাধ্য হয়েই ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। অফিস টাইমে রাস্তা অবরোধ করার ফলে দীর্ঘ যানজটের সমস্যা হয়। আটকে পড়ে অফিস যাত্রী, স্কুলের বাস। রোগীর অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলে আসে তমলুক ও নন্দকুমার থানার ট্রাফিক পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে রাস্তার অবরোধ সরায়। প্রশাসন সূত্রে জানা যায় ওই জায়গায় কাঠের ব্রিজ এর পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তা সময়সাপেক্ষ।

    বেহাল কাঠের ব্রিজ, নতুন কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের।

    MORE NEWS – মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে দোল উৎসব এ মেতেছে সাধারণ মানুষ।

    Today Kolkata:- বসন্ত এসেছে, প্রকৃতি নানা রং এ সেজে উঠেছে। আর তার সংগে পাল্লা দিয়ে মনুষ্য সমাজ ও মেতে উঠেছে নানা রং এর মেলায়। শিশু থেকে বৃদ্ধ আবালবৃদ্ধবনিতা সকলের এই রঙিন উৎসবে সামিল। আজ কোন ভেদাভেদ নাই। সবাই বসন্তের রঙিন রং এ নিজেকে রাঙিয়ে নিচ্ছে। প্রকৃতি র এই রঙিন উৎসবে বাদ পড়েছে না রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক নেতাগন এই সুযোগে জনসংযোগ সেরে নিচ্ছে। আজ সকাল থেকে মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ খড়্গপুরে নিজ বাসভবনে দলীয় কর্মীদের সঙ্গে দোল উৎসব এ সামিল হন। তার পর খড়্গপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গিয়ে সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের সাথে ও দোল খেলায় মেতে উঠেন।

    পাশাপাশি খড়্গপূর শহরের ১৮ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর কাউন্সিলর পূজা নাউডু দলীয় কর্মীদের নিয়ে নিজের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে দোল উৎসব এ সামিল হন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments