More
    Homeখবরজয়পুরের জঙ্গলে এক দাতালের আগমণ, আতঙ্কে কৃষকরা।

    জয়পুরের জঙ্গলে এক দাতালের আগমণ, আতঙ্কে কৃষকরা।

    বাঁকুড়া:- বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলে সকাল হতেই “এক দাঁতাল হাতি প্রবেশ করলো। এই হাতির আগমনে চিন্তিত আলু চাষীরা । জয়পুর, বিষ্ণুপুর, জঙ্গল লাগোয়া জমিতে এখন ভোরবেলা থেকেই জোর-কদমে চলছে আলু তোলার কাজ, তারপর জঙ্গলের মাঝখানে থাকা রাস্তা দিয়ে পাড়া-পাড় করতে হয় সারাদিন এই চাষীদের। কিন্তু হটাৎ এই হাতির আগমনে স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই মুহুর্তে বিষ্ণুপুর রেঞ্জের কোসির জঙ্গলে রয়েছে এই দাঁতাল হাতিটি, ফরেস্ট আধিকারিক ও হুলা পার্টিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যত্র সরিয়ে দেয়ার জন্য। জয়পুরের জঙ্গলে, জয়পুরের জঙ্গলে

    জয়পুরের জঙ্গলে এক দাতালের আগমণ, আতঙ্কে কৃষকরা।

    MORE NEWS – দেশি পিস্তল, কার্তুজ এবং ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার 4।

    Today Kolkata:- মমতা ব্যানার্জির নির্দেশের পরেই তল্লাশি চালিয়ে দেশি রিভলভার, কার্তুজ এবং ধারালো অস্ত্রসহ 4 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের এদিন রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। নদীয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। উল্লেখ্য রামপুরহাটের ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গিয়েই প্রকাশ্যে রাজ্য পুলিশের ডিজি কে নির্দেশ দেন আগামী 10 দিনের মধ্যে বেআইনি অস্ত্র উদ্ধার অভিযানে নামতে হবে পুলিশকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ। গতকাল রাতে শান্তিপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। CONTINUE READING

    MORE NEWS – স্বর্ণ মৎস্য যোজনায় বাগদা পার্শে ভাঙন চাষ সূচনা হলদিয়ায়।

    পূর্বমেদিনিপুর:-  বাগদা পার্শে ভাঙন বাঙালির রসনায় যেমন তৃপ্তি আনে , তেমনি চাষে বেশি লাভ পায় মৎস্যজীবী পূর্বমেদিনিপুর সহ রাজ্যে বাগদা চিংড়ির জায়গা দখল করেছে ভেনামি চিংড়ি। আর সেই চাষ কমে যাওয়া বাগদার চিংড়ি চাষের বৃদ্ধিতে বিশেষ উদ্যোগী রাজ্য সরকার। রাজ্য সরকারের নতুন প্রকল্প “স্বর্ণ মৎস্য যোজনা” -র অধিনে হলদিয়া ব্লকে বাগদা সহ পার্শে মাছের মিশ্রচাষ প্রকল্পের সূচনা হল। 25/03/22 শুক্রবার হলদিয়া বিডিও অফিস থেকে সাতজন মাছচাষিকে “স্বর্ণ মৎস্য যোজনা”র অধিনে পঁচিশ হাজার বাগদা ও এক হাজার মালেট অর্থাৎ পার্শে ভাঙন মাছ বিতরন করা হয়। CONTINUE READING

    চারটি রাজ্যে বিজেপি পুনরায় সরকার গঠন করতে চলেছে শান্তিপুরের রাজপথে বিজয় মিছিলের মধ্যে দিয়ে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের।

    আই এস এফে যোগদান করাই কি কাল হলো অনিশের, তার অস্বাভাবিক মৃত্যুকে উত্তর খুঁজছে পরিবার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments