More
    Homeখবরসিবিআই দিনহাটার ঘটনার তদন্ত করলে সত্যিটা বেড়িয়ে আসবে,উত্তরে উদয়ন

    সিবিআই দিনহাটার ঘটনার তদন্ত করলে সত্যিটা বেড়িয়ে আসবে,উত্তরে উদয়ন

    সিবিআই দিনহাটার ঘটনার তদন্ত করলে সত্যিটা বেড়িয়ে আসবে,উত্তরে উদয়ন. নিরপেক্ষতা বজায় রেখে সিবিআই দিনহাটার বুড়িরহাটের ঘটনার তদন্ত করলে সত্যিটা বেড়িয়ে আসবে। বৃহস্পতিবার তৃণমূলের কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে সিবিআই তদন্ত নিয়ে এভাবেই উত্তর দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। শুধু তাই নয়, বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় সুবিচার না মেলা পর্যন্ত জেলা পার্টির সিধান্ত অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানোর কর্মসূচী চালিয়ে যাওয়া হবে বলেও উদয়ন বাবু স্পষ্ট জানিয়ে দেন।

     

    ২৫ ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। ওই ঘটনা নিয়ে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৃথক ভাবে দুটি অভিযোগ দায়ের করে। ওই দুই অভিযোগ নিয়েই কোলকাতা হাইকোর্ট সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

    Sujay Bhadra “কারোও কাছ থেকে কোন টাকা পয়সা নেননি” – তাপস – কুন্তলের অভিযোগ খারিজ কালীঘাটের কাকুর সুজয় ভদ্রর।

    এদিন উদয়ন বাবু সেদিনের প্রসঙ্গ টেনে জানান, ওই দিন বুড়িরহাটে কি হয়েছিল, সকলেই জানে। দলীয় কর্মসূচী অনুযায়ী তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর জন্য দাঁড়িয়ে ছিল। পুলিশ রাস্তা থেকে কমপক্ষে তিনশো মিটার দূরে তৃণমূলের বিক্ষোভকারী ব্যারিকেট দিয়ে রেখেছিল। সেখান দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় চলেও যায়। কিন্তু ৭ কিলোমিটার যাওয়ার পর ফের কনভয় ঘুরিয়ে এসে লাঠি হকি স্টিক, আগ্নেয়াস্ত্র নিয়ে নেমে এসে কারা হামলা চালিয়েছিল।

     

    কারা হামলা চালানোর নির্দেশ দিচ্ছিল, তা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। উদয়ন বাবু আরও বলেন, “সিবিআই যদি নুন্যতম নিরেপক্ষতা বজায় রেখে তদন্ত করে, তবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।” এদিকে এদিন রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রায় যোগ দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে সিবিআই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোন মন্তব্য করতে চান নি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments