More
    Homeখবরহনুমানকে নোটিস দিল রেল!

    হনুমানকে নোটিস দিল রেল!

    Today Kolkata:-  হনুমানকে নোটিস দিল রেল!  অক্ষয় কুমার-পরেশ রাওয়াল অভিনীত হিন্দি ছবি ‘ওহ মাই গড’-এ দেবদেবীদের বিরুদ্ধে প্রাকৃতিক বিপর্যয় ঘটানোর জন্য ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠানো হয়েছিল। সেই ছবি নিয়ে প্রচুর শোরগোলও পড়েছিল। এ বার বাস্তবে ঘটল একই রকমের ঘটনা। মধ্যপ্রদেশের মোরেনা জেলার সবলগড় শহরের ঘটনা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বজরংবলি’র উদ্দেশ্যে রেলের তরফে ওই নোটিস পাঠানো হয়। কিন্তু পরে নিজেদের ভুল বুঝে সেই নোটিস প্রত্যাহার করে নেওয়া হয়।

     

    রেল সূত্রে খবর, গত ৮ ফেব্রুয়ারি ‘বজরংবলি’ সম্বোধন করে এই নোটিস জারি করা হয়েছিল। নোটিসে সাত দিনের মধ্যে জবরদখল করা জমি থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যদি রেলের তরফে মন্দিরের কাঠামো সরানো না হয়, তা হলে অধিগ্রহণকারীকে যাবতীয় সমস্ত খরচ দিতে হবে বলেও উল্লেখ ছিল সেই নোটিসে। রেলের তরফে ওই নোটিসটি হনুমানের মন্দিরে গিয়ে সেঁটে দেওয়া হয়েছিল। ওই নোটিসের ছবি ভাইরাল হওয়ার পরই হইচই তৈরি হয় এবং পরে রেল ভ্রম সংশোধন করে মন্দিরের পুরোহিত হরিশঙ্কর শর্মার নামে একটি নতুন নোটিস জারি করে।

     

    উল্লেখ্য, হনুমানকে আইনি নোটিস রেলের! অক্ষয় কুমার-পরেশ রাওয়াল অভিনীত হিন্দি ছবি ‘ওহ মাই গড’-এ দেবদেবীদের বিরুদ্ধে প্রাকৃতিক বিপর্যয় ঘটানোর জন্য ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠানো হয়েছিল। সেই ছবি নিয়ে প্রচুর শোরগোলও পড়েছিল। এ বার বাস্তবে ঘটল একই রকমের ঘটনা। মধ্যপ্রদেশের মোরেনা জেলার সবলগড় শহরের ঘটনা।

     

    সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বজরংবলি’র উদ্দেশ্যে রেলের তরফে ওই নোটিস পাঠানো হয়। কিন্তু পরে নিজেদের ভুল বুঝে সেই নোটিস প্রত্যাহার করে নেওয়া হয়। রেল সূত্রে খবর, গত ৮ ফেব্রুয়ারি ‘বজরংবলি’ সম্বোধন করে এই নোটিস জারি করা হয়েছিল। নোটিসে সাত দিনের মধ্যে জবরদখল করা জমি থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যদি রেলের তরফে মন্দিরের কাঠামো সরানো না হয়, তা হলে অধিগ্রহণকারীকে যাবতীয় সমস্ত খরচ দিতে হবে বলেও উল্লেখ ছিল সেই নোটিসে। রেলের তরফে ওই নোটিসটি হনুমানের মন্দিরে গিয়ে সেঁটে দেওয়া হয়েছিল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments