More
    Homeখবরহবিবপুর থানা মঙ্গলপুরা অঞ্চলের আতলা বিলে, শনিবার দুপুরে মাছ ধরার বাহিচ করতে...

    হবিবপুর থানা মঙ্গলপুরা অঞ্চলের আতলা বিলে, শনিবার দুপুরে মাছ ধরার বাহিচ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরলো ১৯ জন।

    মালদাঃ- হবিবপুর থানা মঙ্গলপুরা অঞ্চলের আতলা বিলে, শনিবার দুপুরে মাছ ধরার বাহিচ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরলো ১৯ জন। পুলিশ সুত্রে জানাগিয়েছে, হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় যেকোন বিলে বা নদীতে বাহিত করা যাবে না ।বাহিচ করার জন্য নির্দিষ্ট বিল ছার দেওয়া আছে। কিন্তু প্রশাসনের নির্দেশিকা অমান্য করে গতকাল শনিবার প্রশাসনে নিয়োম না মেনে আদিবাসী সম্প্রদায়ে মানুষ জোর করে মাছ ধরতে যায় মঙ্গলপুরা অঞ্চলের আতলা বিলে। সে সময় হবিবপুর থানার পুলিশের তরফে তাদের বাধা দেওয়ায় পুলিশের কথা না মেনে আতলা বিলে বাহিচ করতে নামে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পুলিশ বাধা দিলে পুলিশের সাথে ধসধস্তি শুরু হয়। হবিবপুর থানার পুলিশের কথা অমান্য করা আতলা বিল থেকে ১৯ জন আটক করে। রবিবার তাদের মালদা জেলা আদালতে পাঠানো হয়।

    হবিবপুর থানা মঙ্গলপুরা অঞ্চলের আতলা বিলে, শনিবার দুপুরে মাছ ধরার বাহিচ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরলো ১৯ জন।

    MORE NEWS – সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালিত হল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।

    Today Kolkata :- মানব সম্প্রীতি ও দেশাত্মবোধকে সামনে রেখে শিক্ষকদের উদ্যোগে ও কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালিত হল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। বসন্ত উৎসব উপলক্ষে বৃহস্পতিবার নদীয়ার নবদ্বীপ উত্তর চক্রের মায়াপুর বামুনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। বসন্ত উৎসব কে কেন্দ্র করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণ শেখের উদ্যোগে ও অন্যান্য সহ শিক্ষকদের সহযোগিতায় এই দিন সকালে বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বর্ণাঢ্য পদযাত্রায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এরপর বিদ্যালয় প্রাঙ্গনে নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা। পরে সরকারি নির্দেশ অনুযায়ী স্বাভাবিক আর পাঁচটা দিনের মত স্কুল প্রাঙ্গনে বসে মধ্যাহ্ন কালীন আহার মিড ডে মিল খাওয়ার পর 11 নিজেদের বাড়ির দিকে রওনা হয় কচিকাঁচা ছাত্রছাত্রীরা। CONTINUE READING

    MORE NEWS – মোবাইল চুরি করার প্রতিবাদ করায় ভাসুরের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ।

    মালদা :- মোবাইল চুরি করার প্রতিবাদ করায় ভাসুরের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুকুরিয়া থানার গোবিন্দপুর এলাকায়। আক্রান্ত গৃহবধূ জরিনা বিবি বয়স (৩০) বছর চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হলেন সাদিকুল ইসলাম ও মার্জিনা বিবি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments