More
    Homeখবর১৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দিদির সুরক্ষা কবচের সূচনা বিধায়কের

    ১৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দিদির সুরক্ষা কবচের সূচনা বিধায়কের

    Today Kolkata:-  ১৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দিদির সুরক্ষা কবচের সূচনা বিধায়কের। ভদ্রশিলা দুর্গা মন্দিরে প্রার্থনা ও পরিদর্শন করে সোমবার ইটাহার অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির শুভ সূচনা করলেন বিধায়ক মোশারফ হুসেন। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ হুসেনের নেতৃত্বে দিদির দূতেরা ইটাহার অঞ্চলের ভদ্রশিলা, তেতুলতলা, সদর ইটাহার, আলগ্রাম, খামরুয়া, বনকুর, নয়াপাড়া, গোঠলু, চালুনিয়া সহ বিভিন্ন গ্রামের মানুষদের সঙ্গে জনসংযোগ করতে করতে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এগিয়ে যেতে থাকে। এদিন ব্যান্ডপার্টি বাজনার তালে তৃণমূলের পতাকা হাতে উচ্ছাসে মাততে দেখা যায় ইটাহার অঞ্চল তৃণমূল কর্মী সমর্থকদের।

    Grievance cell আমজনতার অভিযোগের কতটা নিস্পত্তি ? জানতে ১৫টি দফতরের সচিবদের নিয়ে গ্রিভেন্স সেলের বৈঠকে মুখ্যমন্ত্রী।

    বিভিন্ন গ্রামে পৌচ্ছাতেই এলাকার মানুষ ফুলের মালা পরিয়ে অব্যর্থনা জানায় দিদির দূতদের। পাশাপাশি এদিন ইটাহার গ্রাম পঞ্চায়েত দপ্তর ও খামরুয়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বিধায়ক। গ্রামে গ্রামে সাধারণ মানুষের সাথে জনসংগ সহ পথসভার মাঝে বনকুর এলাকায় মাটিতে বসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে দুপুরের আহার সারেন বিধায়ক সহ তৃণমূল কর্মীরা। এরপর বিকেলে শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পদসভার মাধ্যমে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন বিধায়ক মোশারফ হুসেন সহ উপস্থিত তৃণমূল নেতারা।

    Recruitment corruption ‘’তাঁর ছোট মেয়ে রয়েছে, হৈমন্তী নেই, তাঁর বড় মেয়ে ভালোবেসে বিয়ে করেছিল’’, বিস্ফোরক হৈমন্তীর মা।

    পাশাপাশি এলাকার সধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনেন তিনি। শেষে দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠিক আলোচনা সেরে বাগবাড়ি গ্রামে নৈশভোজ ও রাত্রি বাস করবেন বলে জানান বিধায়ক মোশারফ হুসেন। বিধায়ক ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ব্লক তৃণমূল সভাপতি যোগেন্দ্র নাথ রায়, সহ সভাপতি কার্তিক দাস, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মোজাফফর হোসেন, ব্লক নেতৃত্ব পলাশ রায়, সুকান্ত মন্ডল, সাহরুল হক মোজাফফর আনম, খাদিমুদ্দিন আহমেদ, মৃনাল বর্মন, জাহিদ হোসেন, সেদল রাজবংশী, আব্বাস আলিম সোফিলি, সারফুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা। ১৫ কিলোমিটার

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments