More
    Homeখবরসচিন তেন্ডুলকরের জন্মদিনে পূর্ণাবয়ব মূর্তি বসছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে

    সচিন তেন্ডুলকরের জন্মদিনে পূর্ণাবয়ব মূর্তি বসছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে

    Today Kolkata:-  সচিন তেন্ডুলকরের জন্মদিনে পূর্ণাবয়ব মূর্তি বসছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হোম ম্যাচ রয়েছে ২২ এপ্রিল। তার পরদিনই সচিনের মূর্তি বসানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে বলেন, ভারতীয় ক্রিকেটের প্রতি সচিন তেন্ডুলকরের অবদানকে কুর্নিশ জানাতেই এই স্টেডিয়ামে তাঁর মূর্তিই প্রথম বসানো হচ্ছে।

     

    এ ব্যাপারে সচিন সম্মতিও জানিয়েছেন বলে জানিয়েছেন এমসিএ সভাপতি। ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সচিন শেষ টেস্টটি খেলেছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্যাচে পুত্রের খেলা দেখতে এসেছিলেন সচিনের মা রজনী তেন্ডুলকর। এমসিএ সভাপতির কথায়, সচিন তেন্ডুলকর ভারতরত্ন এবং ক্রিকেটে তাঁর অবদানের কথা সর্বজনবিদিত। তাঁর ৫০তম জন্মদিনে মূর্তি বসানো আমাদের সংস্থার তরফে সামান্য উপহার।

    Recruitment corruption ‘’তাঁর ছোট মেয়ে রয়েছে, হৈমন্তী নেই, তাঁর বড় মেয়ে ভালোবেসে বিয়ে করেছিল’’, বিস্ফোরক হৈমন্তীর মা।

    তাঁর সঙ্গে সপ্তাহ তিনেক আগে আমার কথা হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন। উল্লেখ্য, নাগপুরে ভিসিএ স্টেডিয়াম, অন্ধ্রের ভিডিসিএ স্টেডিয়াম ও ইন্দোরের হোলকার স্টেডিয়ামে কর্নেল সিকে নাইডুর তিনটি মূর্তি রয়েছে। এ ছাড়া আর কোনও স্টেডিয়ামে কোনও ক্রিকেটারের মূর্তি বসানো হয়নি। যা এবার হতে চলেছে। সচিন তেন্ডুলকর বলেন, এটা আমার কাছে বড় সারপ্রাইজ। এখান থেকেই আমার কেরিয়ার শুরু। আচরেকর স্যর (রমাকান্ত আচরেকর)-এর প্রশিক্ষণেই আমার সিরিয়াস ক্রিকেটার হওয়ার পথ চলা শুরু। এই স্টেডিয়ামের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়েছে। কেরিয়ারের শেষ টেস্ট খেলেছি।

     

    ২০১১ সালের বিশ্বকাপ জেতা আমার কেরিয়ারের সেরা মুহূর্ত, সেটিও এই স্টেডিয়ামেই। কোথায় মূর্তি বসানো হবে তা চূড়ান্ত করার জন্য আমার মতামতও চেয়েছেন এমসিএ সভাপতি ও অন্যান্য আধিকারিকরা। সচিন জানান, ক্লাব হাউসের সামনেই বসানো হচ্ছে এই মূর্তিটি। সচিন ২০০টি টেস্ট খেলেছেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪৬৩টি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান, সর্বাধিক রানের বিশ্বরেকর্ড-সহ একাধিক নজির গড়েছেন। টেস্টে ৫১টি ও একদিনের আন্তর্জাতিকে ৪৯টি শতরান রয়েছে মাস্টার ব্লাস্টারের। সচিনের মূর্তিটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোথায় বসানো হবে সেই জায়গাটি চূড়ান্ত করার প্রস্তুতি চলছে।  তেন্ডুলকরের জন্মদিনে

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments