More
    Homeঅনান্য২৩ বছরের বিধবা পুত্রবধূর বিবাহ দিলেন শ্বশুর, শাশুড়ি

    ২৩ বছরের বিধবা পুত্রবধূর বিবাহ দিলেন শ্বশুর, শাশুড়ি

    ২৩ বছরের বিধবা পুত্রবধূর বিবাহ দিলেন শ্বশুর, শাশুড়ি | ঘটনাটি হলদিয়ার সুতাহাটা অনন্তপুর এলাকার | বছর কয়েক আগে, নিজেদের একমাত্র ছেলে অর্ণব এর সঙ্গে বিয়ে দিয়ে শুভ্রাকে পুত্রবধূ করে ঘরে নিয়ে আসেন নকুল ঘাঁটি এবং নন্দিতা ঘাঁটি | তাকে বরাবর নিজের মেয়ের মতোই ভালবাসা দিয়েছেন। শুভ্রাও বাবা-মায়ের মতোই শ্রদ্ধা করেন তাদের | সবই ঠিকঠাক চলছিল | কিন্তু হঠাৎ ২০২০ সালের ১৮ অক্টোবর পুজোর ঠিক আগেই বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় অর্ণবের | আচমকা দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছিল গোটা পরিবারে। শুভ্রার কোলে তখন দেড় বছরের ছেলে মৈনাক | বাকরুদ্ধ হয়ে যান অর্ণবের স্ত্রী শুভ্রা | ধীরে ধীরে ছেলে মৈনাককে আঁকড়ে ধরে এবং শ্বশুর শাশুড়ির স্নেহ ভালোবাসায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনের দিকে এগোতে থাকে শুভ্রা |

    Read moreমেটিয়াব্রুজ কলকাতা নতুন রুটে সরকারি বাসের সূচনা করলেন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল

    এভাবেই চলছিল জীবন | কিন্তু বাকি জীবনটা একা থাকবে কেমন করে মেয়েটা ? এই প্রশ্নই ভাবিয়ে তুলত নকুল এবং নন্দিতাকে। ঠিক করেন বউমাকে আবার পাত্রস্থ করবেন। সেই মতো উপযুক্ত পাত্র খোঁজা শুরু হয় | প্রথমে রাজি হচ্ছিলেন না শুভ্রা। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যায় শুভ্রাকে | হলদিয়ার রামগোপালচকের ২৬ বছরের বাসিন্দা মধু সাঁতরা বিয়েতে রাজি হন। শুভ্রার দেড় বছরের ছেলেকেও নিজের ছেলে হিসেবে গ্রহণ করেন | মধু পেশায় একজন কম্পিউটার এক্সপার্ট। হলদিয়ার একটি সংস্থায় কম্পিউটার অপারেটরের কাজ করেন । গত সোমবার চারহাত এক হয় | শুভ্রার শ্বশুর নকুলবাবু নিজের বাড়িতেই অগ্নিসাক্ষী করে ‘যদিদং হৃদয় তব, তদিং হৃদয়ং মম’ মন্ত্রোচ্চারণ, সিঁদুরদান, মালাবদল করিয়ে সম্প্রদান করেন শুভ্রার | শ্বশুরমশাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন শুভ্রা | নবদম্পতিকে আর্শীবাদ করে শ্বশুর নকুল বাবু ও শাশুড়ি নন্দিতা দেবী বলেন, মধুর ভেতর দিয়েই আমরা অর্ণবকে খুঁজে নেব আর শুভ্রা আমাদের মেয়ে।

    কোভিডবিধি মেনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নিমন্ত্রিতরা এসে বর-কনেকে আশীর্বাদ করেছেন। প্রতিবেশী থেকে আগত অভ্যাগতরা সকলেই খুশি এই উদ্যোগে | ধন্য ধন্য পড়ে গিয়েছে গোটা এলাকায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments