More
    Homeঅনান্যDecorating Craft কয়েক দফা দাবি নিয়ে সোচ্চার উত্তর ২৪ পরগনা জেলা...

    Decorating Craft কয়েক দফা দাবি নিয়ে সোচ্চার উত্তর ২৪ পরগনা জেলা ডেকরেটার্স সমিতি।

    Today Kolkata:- ডেকরেটিং শিল্পে (Decorating Craft) জিএসটি-র হার কমানো সহ কয়েক দফা দাবি নিয়ে সোচ্চার উত্তর ২৪ পরগনা জেলা ডেকরেটার্স(Decorating Craft) সমিতি। করোনা অতিমারির কারণে সমিতির জেলা সম্মেলন নির্ধারিত বছরে অনুষ্ঠিত হয়নি। গত রবিবার বসিরহাট মহকুমার টাকী পৌর সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হল ওই সমিতির নবম জেলা সম্মেলন। এই জেলার অন্তর্গত ৩৯টি আঞ্চলিক সমিতির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত সর্বস্তরের প্রতিনিধিরা। জেলা সম্মেলনকে সাফল্যমন্ডিত করতে হাজির হয়েছিলেন রাজস্থান, উড়িষ্যা, দিল্লি, হরিয়ানা থেকে অল ইন্ডিয়া টেন্ট ডেকরেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ রবি জিন্দাল, সাধারণ সম্পাদক অনিল রাও সহ বরিষ্ঠ পদাধিকারীগণ। বিশেষ অতিথির আসন অলংকৃত করেছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, টাকী পুরসভার পুরপ্রধান সোমনাথ মুখার্জী, কাউন্সিলর প্রদ্যুৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    উত্তর 24 পরগনা জেলা সমিতির সভাপতি মলয় ব্যানার্জি, যুগ্ম সম্পাদক অমিতাভ সরকার ও তাপস কাশ্যপীর ঐকান্তিক পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি শিল্পভাবনার এক মিলনক্ষেত্র হয়ে উঠেছিল। অনুষ্ঠানের শুরুতে করোনাকালে প্রয়াত বিলাস দেবনাথ ও তপন কুমার বিশ্বাসের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণা, সংগঠনের পতাকা উত্তোলন ও মনীষীদের মূর্তিতে মাল্যদানের পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভসূচনা ঘটে। পশ্চিমবঙ্গ রাজ্য সমন্বয় কমিটির সম্পাদক নির্মল চক্রবর্তী সংগঠনের শক্তিশালী অস্তিত্বকে বারবার স্মরণ করিয়ে দেন উপস্থিত সকল প্রতিনিধিদের। মলয় ব্যানার্জি বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন- ডেকরেটিং শিল্পকে (Decorating Craft) জরুরি পরিষেবার আওতায় আনতে হবে। আমাদের জানিয়ে দিতে হবে আমরা কোন মন্ত্রকের আওতাভুক্ত যেখানে অভাব-অভিযোগ, সমস্যা জানানো ও তার সমাধানের দিশা পাই। সেই সঙ্গে যত্রতত্র পুলিশী হয়রানি বন্ধ করতে হবে।

    Decorating Craft কয়েক দফা দাবি নিয়ে সোচ্চার উত্তর ২৪ পরগনা জেলা ডেকরেটার্স সমিতি।

    MORE NEWS – Bomb blast রহড়া মধ্যপাড়ায় বোম বিস্ফোরণ, ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ।

    Today Kolkata:- রহড়া থানার পেছনদিকে মাঠে আবর্জনার পরিষ্কার করতে গিয়ে একটি কৌটো দেখতে পান শেখ সাহিল এর দাদু। তারপর সেই কৌটো বালতি করে বাড়িতে নিয়ে আসে, তারপর সেই কৌটৌটি খেলাচ্ছলে শেখ সাহিল বাড়ির সামনে ল্যাম্পপোস্ট ছুড়ে মারাতে বিস্ফোরণ (Bomb blast) ঘটে। বিস্ফোরণের আঘাতে আশংকাজনক ভাবে আহত হয় শেখ সাহিল (১৭), তাকে প্রথমে ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments