More
    Homeঅনান্যBomb blast রহড়া মধ্যপাড়ায় বোম বিস্ফোরণ, ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ।

    Bomb blast রহড়া মধ্যপাড়ায় বোম বিস্ফোরণ, ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ।

    Today Kolkata:- রহড়া থানার পেছনদিকে মাঠে আবর্জনার পরিষ্কার করতে গিয়ে একটি কৌটো দেখতে পান শেখ সাহিল এর দাদু। তারপর সেই কৌটো বালতি করে বাড়িতে নিয়ে আসে, তারপর সেই কৌটৌটি খেলাচ্ছলে শেখ সাহিল বাড়ির সামনে ল্যাম্পপোস্ট ছুড়ে মারাতে বিস্ফোরণ (Bomb blast) ঘটে। বিস্ফোরণের আঘাতে আশংকাজনক ভাবে আহত হয় শেখ সাহিল (১৭), তাকে প্রথমে ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। রহড়া থানার ঢিলছোড়া দূরত্বে এরকম ধরনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

    Bomb blast রহড়া মধ্যপাড়ায় বোম বিস্ফোরণ, ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ।

    MORE NEWS – Bhoba Paglar Mela উপলক্ষে গঙ্গার ফেরিঘাটে পুলিশি কড়া নিরাপত্তার ব্যবস্থা।

    Today Kolkata:- বিগত কয়েক বছর আগে নৌকাডুবির দুর্ঘটনার কথা মাথায় রেখে শান্তিপুর নৃসিংহপুর কালনা ফেরিঘাটে বৈশাখের শেষ শনিবার ভবা পাগলার মেলা (Bhoba Paglar Mela) উপলক্ষে বিশেষ পুলিশি তৎপরতা। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছু বছর আগে এই ভবা পাগলার মেলাকে (Bhoba Paglar Mela)  কেন্দ্র করেই অগণিত মানুষের ভিড় হয়েছিল নৃসিংহপুর ফেরিঘাটে। দূরদূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটে এই ঘাটে, তারপরে বেশ কিছুক্ষণ বৃষ্টির কারণে ঘাট পারাপার বন্ধ থাকে, কিন্তু তারপরেই ঘাটে পারাপার চালু হতেই কালনা ফেরিঘাটের একটি নৌকা পৌঁছায় যাত্রীদের পারাপারের জন্য। তখনই যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি বেসামাল হয়ে জলে পাল্টি খায়, এবং ঘটনাস্থলে নৌকায় থাকা সমস্ত যাত্রী জলে তলিয়ে যায়। এরপর প্রাণে বাঁচতে একে অপরকে জড়িয়ে ধরে, কেউবা পারে থাকা মানুষদের, CONTINUE READING

    MORE NEWS – Sabina Yeasmin নতুন রাস্তার শিল্যানাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

    মালদা:- মালদার ইংরেজবাজার ব্লকের পিরানাপির দরগায় যাওয়ার নতুন রাস্তার তৈরির কাজের শিল্যানাস করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yeasmin) । এই রাস্তা তৈরি শুভ সূচনার মুহূর্তে মন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে সাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন,  পিরানাপির দরগায় যাওয়ার ক্ষেত্রে নতুন রাস্তা তৈরি করা হবে। কিন্তু কাজ করার সময় কোনরকম মাতব্বরদের বাধার সৃষ্টি করলে তা বরদাস্ত করা হবে না। সে যে দলেরই হোক না কেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments