More
    HomeUncategorizedটেট বানচালের আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির।

    টেট বানচালের আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির।

    Today Kolkata:- প্রায় ৬ বছর পর ১১ ডিসেম্বর রবিবার রাজ্যে ফের টেট পরীক্ষা। কিন্ত পরীক্ষার আগেরদিন সাংবাদিক বৈঠক করে টেট পরীক্ষা বানচালের আশঙ্কা প্রকাশ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল৷ তাঁর আশঙ্কা, “কেউ কেউ বাইরে থেকে পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারেন।” তবে কে বা কারা পরীক্ষা বানচাল করতে পারেন, সে বিষয়ে কিছু খোলসা করেননি তিনি।

    আগামী কাল, রবিবার, ১১ ডিসেম্বর, সারা রাজ্যে প্রায় ৭ লক্ষ পরিক্ষার্থী টেট পরীক্ষা দেবেন৷ তাঁদের পরীক্ষা নিয়েই কড়া সতর্কতা বজায় রাখতে চাইছে প্রশাসন৷ এ দিন সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা প্রশ্ন ফাঁস নিয়ে জিজ্ঞাসা করে গৌতম পাল বলেন, ‘‘আপনারা বুঝলেন কী করে যে প্রশ্নপত্র বেরিয়ে যাবে৷ পরীক্ষা বিধি মেনে আমরা পরীক্ষা গ্রহণ করব৷ মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষা দেবেন। ১ হাজার ৪৬০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে৷ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, ফেস স্ক্যানের মাধ্যমে পরীক্ষার্থীদের হাজিরা নেওয়া হবে৷ সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে সব বিধি কঠোরভাবে পালন করতে৷’’

    এর পরেই বিস্ফোরক আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘‘পর্ষদের কাছে সুনির্দিষ্ট খবর আছে, কেউ কেউ পরীক্ষা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে চেষ্টা করতে পারেন৷ প্রশাসন এই বিষয়ে সতর্ক আছে৷ আমরা যদি দেখি কোনও পরীক্ষার্থী বিধি ঠিকমতো না মেনে পরীক্ষা প্রক্রিয়া বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, বা বাইরের কেউ যদি বিঘ্ন ঘটাতে চেষ্টা করে, তা হলে চরম পদক্ষেপ করবে প্রশাসন৷” এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এই পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সর্বস্তরের সব প্রশাসনিক বিভাগ সতর্ক আছে৷ পর্ষদের সব দিকে নজর থাকবে৷ সেন্ট্রাল কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে সরাসরি পরীক্ষাকেন্দ্রগুলিতে কী হচ্ছে, তা দেখা যাবে৷ কন্ট্রোল রুমের নম্বর ৬২৯২২৭৮৪৩৮৷ সারা দিন এই নম্বর খোলা থাকছে৷

    টেট বানচালের আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির।

    MORE NEWS – আন্দামান সাগরে নিখোঁজ ১৬০ রোহিঙ্গা!

    আন্দামান সাগরের অথৈ জলে নিখোঁজ হয়ে পড়েছেন ১৬০ জন রোহিঙ্গা শরণার্থী। নিখোঁজদের মধ্যে মহিলা এবং শিশু মিলিয়ে ১২০ জন এবং ৪০ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। জানা গিয়েছে, বাংলাদেশের ক্যাম্প থেকে পালিয়ে নৌকায় পাড়ি দিয়েছিলেন তাঁরা। কিন্তু পরিস্থিতি তাদের সহায় হল না। তাঁরা যে নৌকায় যাচ্ছিলেন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments