More
    Homeরাজনৈতিকহিমাচলের নতুন মুখ্যমন্ত্রীর পদে সুখবিন্দর, উপ মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী।

    হিমাচলের নতুন মুখ্যমন্ত্রীর পদে সুখবিন্দর, উপ মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী।

    Today Kolkata:- হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হলেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু। দীর্ঘ টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রী পদে তার নাম ঘোষণা করেছে কংগ্রেস হাইকম্যান্ড। রবিবার সকাল ১১টায় শপথ গ্রহণ করবেন সুখবিন্দর। পাশাপাশি উপ-মু্খ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়েছে। মুকেশ অগ্নিহোত্রীকে হিমাচল প্রদেশের নতুন উপ মুখ্যমন্ত্রী করা হয়েছে।

    মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণার পরই দলকে ধন্যবাদ জানিয়েছেন সুখবিন্দর। এ বিষয়ে তিনি বলেন, “আমি দলের হাইকম্যান্ডকে ধন্যবাদ জানাচ্ছি। সব প্রতিশ্রুতি রক্ষা করব। হিমাচলের মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন। আমাকে কিছু সময় দিন। আমাদের সরকার এমন সিদ্ধান্ত নেবে যাতে হিমাচলের প্রত্যেক মানুষের উপকার হয়। এখানকার যুবকদের বিরাট সাহায্য হবে।”

    প্রথমে কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়, বিধায়কদের বৈঠকেই মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেইমতো শুক্রবার শিমলায় দলের বিধায়কদের বৈঠকও ডাকা হয়। কিন্তু বৈঠকের আগেই এআইসিসি পর্যবেক্ষকদের সামনে বিক্ষোভ দেখান বর্তমান কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভন্দ্র সিংয়ের স্ত্রী  প্রতিভা সিংয়ের অনুগামীরা। সূত্রের খবর, ছেলে বিক্রমাদিত্যর জন্য প্রতিভা সিং উপ-মুখ্যমন্ত্রীর পদ দাবি করেন। এরফলে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা আরও বাড়ে। কার্যত বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন কংগ্রেস নেতারা। শেষপর্যন্ত বিধায়কদের দিয়ে একটি প্রস্তাব পাশ করানো হয়। যাতে বলা হয়, মুখ্যমন্ত্রী নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ড।

    হিমাচলের নতুন মুখ্যমন্ত্রীর পদে সুখবিন্দর, উপ মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী।

    চিংড়িহাটার ঘটনায় আহতদের ১ লক্ষ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    “পুষ্করে স্নান করলে পাপ ধুয়ে যেত” , মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন কটাক্ষ করলেন বিমান বসু।

    সঙ্গীতশিল্পী রাশিদের গাড়ি আটকে ঘুষ চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

    MORE NEWS – টেট বানচালের আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির।

    প্রায় ৬ বছর পর ১১ ডিসেম্বর রবিবার রাজ্যে ফের টেট পরীক্ষা। কিন্ত পরীক্ষার আগেরদিন সাংবাদিক বৈঠক করে টেট পরীক্ষা বানচালের আশঙ্কা প্রকাশ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল৷ তাঁর আশঙ্কা, “কেউ কেউ বাইরে থেকে পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারেন।” তবে কে বা কারা পরীক্ষা বানচাল করতে পারেন, সে বিষয়ে কিছু খোলসা করেননি তিনি। আগামী কাল, রবিবার, ১১ ডিসেম্বর, সারা রাজ্যে প্রায় ৭ লক্ষ পরিক্ষার্থী টেট পরীক্ষা দেবেন৷ তাঁদের পরীক্ষা নিয়েই কড়া সতর্কতা বজায় রাখতে চাইছে প্রশাসন৷

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments