More
    Homeরাজনৈতিক“পুষ্করে স্নান করলে পাপ ধুয়ে যেত” , মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন কটাক্ষ করলেন বিমান...

    “পুষ্করে স্নান করলে পাপ ধুয়ে যেত” , মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন কটাক্ষ করলেন বিমান বসু।

    Today Kolkata:- ফের মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পুষ্কর সফর নিয়ে বললেন, “পুষ্করে স্নান করলে পাপ ধুয়ে যেত।”  নাস্তিক বামনেতার এই মন্তব্যের নিন্দা করেছে তৃণমূল। রবিবার দিল্লি সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার দুপুরে রাজস্থানে আজমেঢ় শরিফ দরগায় যান তিনি। মাজারে চাদর ও ফুল চড়ান। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। সেখান থেকে বেরিয়ে পুষ্করের ব্রহ্মা মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দেন। কিছুক্ষণ বসেছিলেন ব্রহ্মা সাবিত্রী ঘাটে। সেই পুষ্কর মন্দিরে পুজো দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে এএনআই-এ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন বিমান বসু।

    বিমান বসু বলেন, “আজমেঢ় শরিফ গিয়েছেন, পুষ্করে পুজো দিয়েছেন খুব ভাল কথা। কিন্তু ওনার উচিত ছিল পুষ্করে স্নান করা। তাহলে ওনার সমস্ত পাপ ধুয়ে যেত।” বিমান বসুর এই মন্তব্যে ক্ষুব্ধ শাসকদল। নাস্তিক রাজনীতিবিদের মুখে পাপ-পুণ্যের ব্যাখ্যা শুনে খানিকটা অবাকও হয়েছেন বিদ্বজ্জনেরা। তবে মুখ্যমন্ত্রীর আজমেঢ় শরিফ ও পুষ্কর মন্দিরে পুজো দেওয়ার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি করেছেন ওয়াকিবহল মহলের একাংশ। তাঁদের দাবি, নিজেদের ধর্মনিরপেক্ষ হিসেবে সকলের সামনে তুলে ধরতেই একাজ বলে দাবি করেন তাঁরা।

    “পুষ্করে স্নান করলে পাপ ধুয়ে যেত” , মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন কটাক্ষ করলেন বিমান বসু।

    শুটিং সেটে দুর্ঘটনা , দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির শুটিং চলাকালীন মৃত্যু স্টান্টম্যানের।

    “এখানকার সাংসদ সর্বভূক, মদের বোতল থেকে চাকরি খায় ” – ডায়মন্ড হারবারে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর।

    MORE NEWS – ফের রেপো রেট বাড়াল আরবিআই, বাড়তে পারে অন্যান্য ঋণে সুদের হার।

    ফের বাড়ল রেপো রেট। ২ মাসের মাথায় রেপো রেট আরও ৩৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস৷ বর্তমানে তা বেড়ে হল ৬.২৫ শতাংশ। বুধবার দেশের শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শক্তিকান্ত দাস। এই বিষয়ে তিনি জানান, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আরও ৩৫ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে। এর ফলে নতুন রেপোরেট বেড়ে দাঁড়াল ৬.২৫ শতাংশ। আরবিআই-এর নীতি নির্ধারক মনিটারি পলিসি কমিটি বা এমপিসি-র ছয় সদস্যের মধ্যে পাঁচ জনই রেপো রেট বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন। জানা যায়, বিশ্বেজুড়ে আর্থিক অস্থিরতা বেড়ে চলেছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments