More
    Homeসিনে দুনিয়াশুটিং সেটে দুর্ঘটনা , দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির শুটিং চলাকালীন মৃত্যু স্টান্টম্যানের।

    শুটিং সেটে দুর্ঘটনা , দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির শুটিং চলাকালীন মৃত্যু স্টান্টম্যানের।

    Today Kolkata:- সপ্তাহের শুরুটাই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির তামিল ছবির সেটে ঘটল দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয় এক স্টান্টম্যানের। শুটিং চলছিল বিজয়ের আগামী ছবি ‘বিদুথালাই’-এর। সেখানেই অকালে প্রাণ গেল স্টান্টম্যান এস সুরেশের। বছর ৫৪ এর স্টান্টম্যান সুরেশের মৃত্যুতে ইতিমধ্যে তদন্তে নেমেছে ওতেরি থানার পুলিশ। জানা যাচ্ছে, ২০ ফুট উচ্চতা থেকে দড়ি ছিঁড়ে পড়ে যান স্টান্টম্যান সুরেশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। ভেট্রিরিমান পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি। এ ছাড়াও রয়েছেন আরও এক জনপ্রিয় অভিনেতা সুরি।

    সুরেশের মৃত্যু হয়েছে এক ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা অস্থায়ী ট্রেনে ঝাঁপ দেওয়া সময়। ঝাঁপ দিতেই ছিঁড়ে যায় দড়ি ২০ ফুট নীচে গিয়ে পড়েন সুরেশ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি। বিজয় সেতুপতির ছবির সেটে এমন দুর্ঘটনা স্টান্টম্যানদের সুরক্ষার প্রশ্ন উস্কে দিচ্ছে। ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক ধরে কাজ করছেন সুরেশ। তার পরও এড়ানো গেলে না এমন অপ্রত্যাশিত ঘটনা।

    শুটিং সেটে দুর্ঘটনা , দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির শুটিং চলাকালীন মৃত্যু স্টান্টম্যানের।

    কঠিন ও তরল বর্জ্যের ব্যবস্থাপনায় উদ্যোগী রাজ্য, তৈরি হচ্ছে সাড়ে তিন হাজার কোটি টাকা তহবিল।

    ভাই বলে ডাকলেন মুখ্যমন্ত্রী , বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুভেন্দু অধিকারী , বঙ্গ রাজনীতির বিরলতম দৃশ্য।

    ডিসেম্বরের শেষেই ২০২৩ উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা , বিজ্ঞপ্তি জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

    Jalpaiguri Malbazar মালবাজারে বিসর্জনের সময় হড়পা বান, মৃত সাত, নিখোঁজ বহু।

    MORE NEWS – এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস! কতটা প্রভাব পড়বে বঙ্গে? 

    ঘূর্ণিঝড় সিত্রাং-এর পর এবার শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ‘মান্দাস’। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তা আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মান্দাস। সেই সময় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিতে আছড়ে পড়তে পারে। বাংলায় সরাসরি এর প্রভাব পড়বে না। তবে এর পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলায়। জলীয় বাষ্প ঢুকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।জানা গিয়েছে, ঘূর্ণিঝড় মান্দাসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। আরবি ভাষায় এর অর্থ ভেলা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments