More
    Homeঅনান্যJalpaiguri Malbazar মালবাজারে বিসর্জনের সময় হড়পা বান, মৃত সাত, নিখোঁজ বহু।

    Jalpaiguri Malbazar মালবাজারে বিসর্জনের সময় হড়পা বান, মৃত সাত, নিখোঁজ বহু।

    Today Kolkata:- প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে আচমকাই হড়পা বানে ভেসে গেলেন বহু মানুষ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টা নাগাদ জলপাইগুড়ির মালবাজারে (Jalpaiguri Malbazar)। ওই ঘটনায় প্রান হারিয়েছেন অন্তত ৭ জন। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে বহু লোকের সামগম ঘটে। নিরঞ্জনের ঘাট এর চারদিকে দাঁড়িয়েছিলেন অসংখ্য দর্শনার্থী। প্রতিমা নিয়ে আসা ট্রাকগুলিকেও নদীর ধারে রাখা হয়েছিল। সেই সময় আচমকাই আসে হড়পা বান। কিছু বুঝে ওঠার আগে নদীর জল হু হু করে বাড়তে থাকে। তীব্র স্রোতে ভেসে যান অনেকেই। মারা যান সাতজন। নিখোঁজ অসংখ্য মানুষ।

    ঘটনার শোক প্রকাশ করে বিধায়ক বুলুচির বরাইক জানিয়েছেন, কতজন নিখোঁজ বোঝা যাচ্ছে না। তাঁদের খোঁজে সবরকম চেষ্টা চলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ। চরে আটক পড়া মানুষদের উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে তল্লাশি করে। জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, সাত জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অল্পবয়সি এবং প্রাপ্ত বয়স্করা রয়েছেন। অনেকেই ভেসে গিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কতজন ভেসে গিয়েছেন, এ বিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

    Jalpaiguri Malbazar মালবাজারে বিসর্জনের সময় হড়পা বান, মৃত সাত, নিখোঁজ বহু।

    MORE NEWS – পুজো মানে না, তা হলে স্টল কেন?’‌, কটাক্ষ কুণালের।

    মহাষ্টমীর সন্ধ্যায় রাসবিহারী অ্যাভিনিউ চত্বরে বামনেতাদের গ্রেফতার করার পর থেকেই ক্রমশ চড়ছিল রাজনৈতিক উত্তাপ। এই বিষয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, ‘‌বইকে এত ভয়!’‌ এবার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অন্য বাম নেতাদের আটক হওয়া নিয়ে টুইট করলেন কুণাল ঘোষ। বলা ভালো, সিপিএমের পুজোর স্টল নিয়ে তৈরি বিতর্কের ঝাঁঝ আরও বাড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। CONTINUE READING

    MORE NEWS – জেলের পুজোতেও অনুমতি মিলল না পার্থর।

    নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো মানেই পার্থ চট্টোপাধ্যায়। গত বছরও তিনি ছিলেন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর সর্বেসর্বা। এবছরও এখানকার পুজো হচ্ছে ধুমধাম করেই। কিন্ত দেখা নেই পার্থর। কারণ, শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি। দুর্গাপুজো জেলেই কাটাতে হচ্ছে পার্থকে। এবছরও জেলে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments