More
    Homeঅনান্যKunal Ghosh পুজো মানে না, তা হলে স্টল কেন?’‌, কটাক্ষ কুণালের।

    Kunal Ghosh পুজো মানে না, তা হলে স্টল কেন?’‌, কটাক্ষ কুণালের।

    Today Kolkata:- মহাষ্টমীর সন্ধ্যায় রাসবিহারী অ্যাভিনিউ চত্বরে বামনেতাদের গ্রেফতার করার পর থেকেই ক্রমশ চড়ছিল রাজনৈতিক উত্তাপ। এই বিষয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, ‘‌বইকে এত ভয়!’‌ এবার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অন্য বাম নেতাদের আটক হওয়া নিয়ে টুইট করলেন কুণাল ঘোষ। বলা ভালো, সিপিএমের পুজোর স্টল নিয়ে তৈরি বিতর্কের ঝাঁঝ আরও বাড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
    কুণাল বলেন, ‘”বই নিয়ে মতবিরোধ কেন হবে? পুজোর ভিড়ে রাজনৈতিক প্ররোচনার প্রচার নিয়ে সমস্যা। তৃণমূল কংগ্রেসের স্টলও আছে। কিন্ত সেখানে দৈনন্দিন রাজনীতি নেই।” এমনটাই দাবি কুণালের। তাঁর মতে, “সিপিআইএম পায়ে পা দিয়ে ঝগড়া করছে। পুজো মানে না, তাহলে পুজোর দিন স্টল কেন? ওরা রবিবার করে স্টল করুক। বই পড়া, না পড়া নিয়ে ইস্যু হয়নি।

    আসলে নাটক করল ওরা। “প্রসঙ্গত উল্লেখ্য, রাসবিহারীর কাছে সিপিআইএমের তরফে বুক স্টল দেওয়া হয়। স্টলে লাগানো ছিল ‘চোর ধর, জেল ভর’ স্লোগান। যা দুর্গাপুজোর মধ্যে প্ররোচনা দেওয়ার সামিল বলে মনে করে পুলিশ। তাই উৎসবের মাঝে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কথা ভেবে তাঁদের পোস্টার সরিয়ে নিতে অনুরোধ করে পুলিশ। কিন্তু সিপিআইএম সেই অনুরোধের কোনও তোয়াক্কাই করেনি বলে অভিযোগ।এরপর ওই বুক স্টলে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ।
    সিপিআইএমের অভিযোগ, সেই পোস্টার দেখেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই বিপণিতে হামলা চালিয়েছে।

    Kunal Ghosh পুজো মানে না, তা হলে স্টল কেন?’‌, কটাক্ষ কুণালের।

    Pollution Certificate দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট না থাকলে মিলবে না পেট্রোল-ডিজেল।

    Asha Lakrha বঙ্গ বিজেপির দায়িত্ব পাওয়ার পর রাজ্য সফরে এসেই তৃণমূল সরকারকে তোপ আশার।

    Reserve Bank Of India ফের বদলাতে চলেছে ৫০০ টাকার নোট, পরিবর্তনের পথে রিজার্ভ ব্যাঙ্ক।

    Forest Department “Gajamitra” বন দফতরে ‘গজমিত্র’ নামে নতুন পদে ৬০০ কর্মী নিয়োগের ঘোষণা।

    এই ঘটনার প্রতিবাদে অষ্টমীর দিন বিকেলে রাসবিহারী অ্যাভিনিউতে জমায়েত করেন কমলেশ্বর মুখোপাধ্যায়, সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, রবীন দেব, কল্লোল মজুমদার ও গৌতম গঙ্গোপাধ্যায়রা। অভিযোগ, বই বিপণি ফের চালু করা নিয়ে পুজো কমিটির সঙ্গে তাঁদের বচসা বাধে। অপর পাশাপাশি পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় বাম নেতাদের। এরপরই বামনেতাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments