More
    Homeঅনান্যPollution Certificate দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট না থাকলে মিলবে না পেট্রোল-ডিজেল।

    Pollution Certificate দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট না থাকলে মিলবে না পেট্রোল-ডিজেল।

    Today Kolkata:- এমনিতেই দূষণের জেরে জেরবার দিল্লি। শীতের সময় পরিস্থিতি আরও চরমে ওঠে। এবার দূষণ রুখতে তাই আগে থেকেই কড়া পদক্ষেপ করতে চলেছে আপ সরকার। এখন থেকে দিল্লির প্রতিটি পাম্পকে রাখতে হবে দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট (Pollution Certificate)। যে সব পেট্রোলপাম্প এই সার্টিফিকেট দেখাতে পারবে না, তাদের তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। জানা গিয়েছে, নয়া এই বিধি কার্যকর হতে চলেছে ২৫ অক্টোবর থেকে। এ বিষয়ে আপ সরকারের পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, গত ২৯ সেপ্টেম্বর আপ মন্ত্রিসভা বৈঠকে বসেছিল। মূলত রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নিতে বৈঠক ডাকা হয়েছিল। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারের উদ্দেশ্য দিল্লিতে দূষণ কম করা। ইতিমধ্যেই পরিবেশ দফতরকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে বলা হয়েছে।

    এদিনের বৈঠকে আপ মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি হাজির ছিলেন দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, দিল্লি পরিবহন দফতর ও দিল্লি পুলিশের যান নিয়ন্ত্রণ দফতরের আধিকারিকরা। তিনি এও জানিয়েছেন, দিল্লির দূষণের মূল কারণ গাড়ির দূষণ। রাজধানীর অধিকাংশ গাড়ি ডিজেলে চলায় দূষণের মাত্রা অস্বাভাবিক। তার ওপর শীতকালে দূষণ আরও চরমে ওঠে। অভিযোগ ওঠে দিল্লি ও হরিয়ানার চাষিরা নাড়া পোড়ানোর ফলেই প্রতিবছর পরিবেশ মারাত্মক আকার নিচ্ছে। দূষণ রোধে দিল্লি সরকার তাই এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, দিল্লি সরকারের এ সিদ্ধান্তের কারণে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এই পরিকল্পনা কার্যকর হলে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে।

    Pollution Certificate দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট না থাকলে মিলবে না পেট্রোল-ডিজেল।

    MORE NEWS – শিয়ালদা- হাওড়া শাখায় আরও ৫টি লোকাল ট্রেন।

    পুজোর সময় যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা আগেই করেছে পূর্ব রেল। এবার আরও একটি সুখবর। তবে এই উপহার শুধু পুজোর দিনগুলির জন্য নয়। যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদা এবং হাওড়া শাখায় আরও ৫টি রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এছাড়া এক্সপ্রেস ও মেল ট্রেনগুলির গতি বাড়িয়ে গন্তব্যে পৌঁছনোর সময় আরও কমতে চলেছে। প্রায় একশো মেল এবং এক্সপ্রেস ট্রেনের গতি বাড়ানো হবে। তাতে সময় কমবে প্রায় ৫ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত। এর পাশাপাশি দেওঘর- সুলতানগঞ্জ রুটে চলাচলকারি কয়েকটি লোকাল ট্রেনের বগি বাড়ানো হবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments