More
    Homeঅনান্যDubai Jebel Ali Mandir এই মন্দিরে সব ধর্মের মানুষের সাদর আমন্ত্রণ।

    Dubai Jebel Ali Mandir এই মন্দিরে সব ধর্মের মানুষের সাদর আমন্ত্রণ।

    Today Kolkata:- মন্দিরে উপাসনা বা পুজো করেন হিন্দু ধর্মের মানুষ। গুরুদ্বারে যান শিখ সম্প্রদায়। মসজিদে নমাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর খ্রিস্টানরা যান গির্জায়। তবে এখানে সব ধর্মের মানুষের জন্য দরজা খোলা। দুবাইয়ের জেবেল আলি মন্দির (Dubai Jebel Ali Mandir)। এই মন্দির সব ধর্মের মানুষকে সাদর আমন্ত্রণ জানায়। মঙ্গলবার সরকারিভাবে মন্দিরের দ্বারোদঘাটন করা হয়েছে। দশমীর দিন থেকে মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিদর্শন করেছেন আবুধাবির এই মন্দিরটি। জানা যায়, ২০২০ সালে মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরটি তৈরিতে কোনও লোহা ব্যবহার করা হয়নি। বেলে পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে এটি। প্রয়োজন পড়েছে ২২৫৯ টন পাথর। এখানে রয়েছে ১৬ টি হিন্দু দেবদেবীর মূর্তি। এর পাশাপাশি শিখদের ধর্মগ্রন্থও প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরে।

    দুবাইয়ের বিশিষ্ট স্থাপত্যশিল্পী দিয়ে তৈরি করেছেন মন্দিরের নকশা। গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এটি। প্রায় ৫৫ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে থাকা এই মন্দির তৈরি হয়েছে জেবেল আলী গ্রামে। মন্দির কর্তৃপক্ষ জানায়, সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে মন্দির। মন্দির তৈরির জন্য অনুদান সংগ্রহ করা হয়েছিল। মন্দির কমিটির সদস্যরাও অর্থ দান করেছেন। মন্দিরে একসঙ্গে ১২ শো লোক জড়ো হতে পারবেন। এই মন্দিরে যেকোনও অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে। তবে মন্দিরের হলে সামাজিক অনুষ্ঠান করতে গেলে ওয়েবসাইটের মাধ্যমে বুক করতে হবে। এছাড়া কিউআর কোড স্ক্যান করেও বুক করা যাবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত মন্দির শুধুমাত্র প্রার্থনার জন্য খুলে দেওয়া হবে।

    Dubai Jebel Ali Mandir এই মন্দিরে সব ধর্মের মানুষের সাদর আমন্ত্রণ।

    Kabir Suman টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা কবীর সুমনের।

    MORE NEWS – দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট না থাকলে মিলবে না পেট্রোল-ডিজেল।

    এমনিতেই দূষণের জেরে জেরবার দিল্লি। শীতের সময় পরিস্থিতি আরও চরমে ওঠে। এবার দূষণ রুখতে তাই আগে থেকেই কড়া পদক্ষেপ করতে চলেছে আপ সরকার। এখন থেকে দিল্লির প্রতিটি পাম্পকে রাখতে হবে দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট (Pollution Certificate)। যে সব পেট্রোলপাম্প এই সার্টিফিকেট দেখাতে পারবে না, তাদের তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments