More
    Homeঅনান্যForest Department "Gajamitra" বন দফতরে ‘গজমিত্র’ নামে নতুন পদে ৬০০ কর্মী নিয়োগের...

    Forest Department “Gajamitra” বন দফতরে ‘গজমিত্র’ নামে নতুন পদে ৬০০ কর্মী নিয়োগের ঘোষণা।

    Today kolkata:- অনেক চাকরি প্রার্থী সরকারি চাকরির প্রস্তুতি নিলেও সঠিক সময়ে নিয়োগ হয়নি। এই বিষয়ে পাহাড় সমান অভিযোগ উঠেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই মামলায় ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক কর্তাকে গ্রেফতার করেছে ইডি। এই আবহেই খুশির খবর দিয়েছে রাজ্য বন দফতর। তৈরি করা হয়েছে গজমিত্র’ (Forest Department “Gajamitra”) নামে নতুন পদ। এই পদে ধাপে ধাপে ৬০০ জনকে নিয়োগ করা হবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন রাজ্যের বন দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই প্রসঙ্গে তিনি জানান, বনাঞ্চলে হাতির গতিবিধির উপর নজর রাখতে গজমিত্র পদে ৬০০ জনকে নিয়োগ করা হবে। বনাঞ্চল সংলগ্ন এলাকার বাসিন্দারা এই চাকরিতে আবেদন করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

    এই পদে নিযুক্তদের সরকারের তরফে দেওয়া হবে অ্যান্ড্রয়েড ফোন। সেই ফোনে ইনস্টল করে দেওয়া হবে বিশেষ অ্যাপ। যার মাধ্যমে সংশ্লিষ্ট জায়গায় হাতির গতিবিধি সংক্রান্ত সব খবরাখবর তাঁরা বন দফতরে পাঠাতে পারবেন। প্রসঙ্গত মাঝেমধ্যেই রাজ্যের বিভিন্ন বনাঞ্চল সংলগ্ন এলাকায় হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ায়। ক্ষতিগ্রস্ত হয় ক্ষেত থেকে শুরু করে বসতবাড়িও। প্রাণহানির ঘটনাও ঘটে। ক্ষতির মুখে পড়েন সাধারণ মানুষ। আবার কখনও রেল লাইনের উপর চলে আসায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বহু হাতির। তাই সব রকম ক্ষতি আটকাতে এই পদের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এমনটাই আশা। সবদিক বিবেচনা করে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

    Forest Department “Gajamitra” বন দফতরে ‘গজমিত্র’ নামে নতুন পদে ৬০০ কর্মী নিয়োগের ঘোষণা।

    Weather update saradin সারাদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল।

    CM Mamata Banerjee আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করেছেন’, বিধানসভায় প্রধানমন্ত্রীর প্রশংসা মুখ্যমন্ত্রী মমতার মুখে।

    MORE NEWS – দুর্নীতি করে চাকরিতে ঢুকেছে প্রত্যেকের চাকরি যাবে”, কড়া হুঁশিয়ারি বিচারপতির।

    ‘যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছে, তাদের ধরতে পারলেই প্রত্যেকের চাকরি যাবে।” এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে এসে এমনই হুঁশিয়ারি দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Gangopadhyay)।তাঁর কথায়, ‘দুর্নীতি প্রমাণ হলে চাকরি যাবেই। যাদের নিয়োগ এখন প্রশ্নের মুখে, তারা যেন কোনওভাবেই নিশ্চিন্তে না থাকেন।’ উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশে তোলপাড় রাজ্য রাজনীতি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments