More
    Homeখবর৬ জেলায় রবিবার বন্ধ ইন্টারনেট, কড়া পদক্ষেপ স্বরাষ্ট্র দফতরের!

    ৬ জেলায় রবিবার বন্ধ ইন্টারনেট, কড়া পদক্ষেপ স্বরাষ্ট্র দফতরের!

    Today Kolkata:- রাজ্যের ৬ জেলায় আজ, রবিবার বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। এমনটাই সিদ্ধান্ত রাজ্য স্বরাষ্ট্র দফতরের। এই জেলাগুলি হল দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ এবং দুই মেদিনীপুর। এদিন সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। প্রাথমিকের টেটকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর।

    ৬ জেলায় রবিবার বন্ধ ইন্টারনেট, কড়া পদক্ষেপ স্বরাষ্ট্র দফতরের!

    মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি লোকো পাইলট ও সহকারীদের!

    পরীক্ষাকে কেন্দ্র করে অশান্তি ও বানচালের আশঙ্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের। তাই সতর্কতা হিসেবে এই ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার প্রস্তাব দেওয়া পর্ষদ রাজ্য স্বরাষ্ট্র দফতরকে। তারপরই এই পদক্ষেপ। উল্লেখ্য, নানা বাঁধা পেরিয়ে মধ্যে প্রায় ৬ বছর পর অবশেষে ১১ ডিসেম্বর রাজ্যে ফের টেট পরীক্ষা। রবিবার দুপুর বারোটা থেকে শুরু হবে টেট। দুপুর ২.৩০ টে পর্যন্ত চলবে পরীক্ষা। কিন্ত পরীক্ষার আগেরদিনই সাংবাদিক বৈঠক করে টেট বানচালের আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল৷ তারপরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

    ৬ জেলায় রবিবার বন্ধ ইন্টারনেট, কড়া পদক্ষেপ স্বরাষ্ট্র দফতরের!

    জয়ী হয়েছেন স্ত্রী রিভাবা , আনন্দে আত্মহারা হয়ে ঢোল বাজিয়ে , টাকা উড়িয়ে সেলিব্রেট জাদেজার।

    “এখানকার সাংসদ সর্বভূক, মদের বোতল থেকে চাকরি খায় ” – ডায়মন্ড হারবারে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর।

    দুর্দশার মধ্যে মারিশদার মানুষ , প্রধান-উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে ইস্তফার নির্দেশ অভিষেকের।

    অন্যদিকে, প্রাথমিকের টেটে নিরাপত্তায় কোনও খামতি রাখতে নারাজ পর্ষদ। আর তাই পর্ষদের তরফে কার্যত নজিরবিহীন পদক্ষেপ করা হয়েছে। শনিবার থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের মাধ্যমেই টেট চলাকালীন কোন পরীক্ষা কেন্দ্রে কি ঘটছে তার যাবতীয় খুঁটিনাটি লাইফ কভারেজে ছবি আসবে পর্ষদের কাছে। বেসরকারি এক সংস্থার সহযোগিতায় রাজ্য জুড়ে প্রায় ১০০০টি পরীক্ষা কেন্দ্র থেকে এই ছবি সরাসরি চলে আসবে পর্ষদের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে। পর্ষদের কেন্দ্রীয় কন্ট্রোলরুমে ২৪ ঘন্টা ব্যাপী চলবে এই নজরদারি ব্যবস্থা।

    সাধারণত নিট, জেইই – এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি এই কড়া নিয়মের মাধ্যমে পরিচালিত করা হয়। এবার সেই ধাঁচেই টেট পরীক্ষায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে গৌতম পাল বলেন, “আমরা স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা করতে চাই। এই ব্যবস্থা নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাকে পরিচালনা করবে বলেই আশা রাখছি।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments