More
    Homeখবরজীবদ্দশায় এই মামলার রায় কি দেখে যেতে পারব? আদালতে আক্ষেপ পার্থের

    জীবদ্দশায় এই মামলার রায় কি দেখে যেতে পারব? আদালতে আক্ষেপ পার্থের

    জীবদ্দশায় এই মামলার রায় কি দেখে যেতে পারব? আদালতে আক্ষেপ পার্থের । মন্ত্রী হওয়া কি অপরাধ? আদালতে জোরাল সওয়াল তাঁর। গত শুনানিতে আদালতের কাছে পাঁচ মিনিটের জন্যে সময় চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মতো আজ বৃহস্পতিবার আদালত তাঁকে বলতে দেয়। আর সেই পাঁচ মিনিটে নিজের হয়ে সওয়াল করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে এদিন আদালতে ঢোকার আগে বিরোধীদের নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন তিনি। সুজন, শুভেন্দু সহ একাধিক ব্যক্তির নাম পার্থের মুখে।

     

    আর এরপরেই আদালতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, গত আটমাস অন্ধকারে রয়েছি। আমার বিষয়ে অনেক কিছু বলা হচ্ছে। তবে যাই বলা হোক না কেন সত্য একদিন সামনে আসবে বলেই এদিন মন্তব্য করেন বহিষ্কৃত তৃণমূল নেতা। তবে আদালত থেকে বের হওয়ার সময়ে তিনি দলের সঙ্গেই আছেন বলেই জানিয়েছেন। তবে আদালতের কক্ষে পার্থবাবু আরও বলেন, আমি রামকৃষ্ণ মিশনে পড়াশুনা করেছি। খারাপ-ভালো কোনও টাই বলা যাবে না। তবে পরে ব্রিটিশ কাউন্সিল থেকে পাশ করে কেন্দ্রীয় সংস্থায় কাজ করার কথা জানিয়েছেন তিনি। তবে মন্ত্রী হওয়া কি অপরাধ? সেই প্রশ্ন এদিন তোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

    World Trade Centre কলকাতার নব দিগন্তে ৩৫ লক্ষ বর্গফুট জুড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা, বিনিয়োগের পরিমাণ ১৫০০ কোটি টাকা।

    শুধু তাই নয়, আমি দায়িত্ব নিয়ে মন্ত্রিত্ব পালন করেছিল বলেও মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তিনি কখনই নিয়োগ কর্তা ছিলেন না বলে জানিয়েছেন। পার্থবাবুর কথা মতো, আমি বোর্ড পরিচালক নই। বোর্ডের মাথায় ছিলাম। নিয়োগ তো বোর্ড করে। কার্যত আধিকারিকদের দিকেই বিষয়টি কার্যত বিষয়টি এদিন ঠেলে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। অন্যদিকে তিনি জানান, আমাকে কেউ কখনও অসৎ বলতে পারেনি। কিন্তু এখনও তা শুনতে হচ্ছে।  জীবদ্দশায় এই

     

    MORE NEWS – নিয়োগ দুর্নীতি চক্রের আরেক চরিত্র অয়ন শীল, অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার ২০১২ টেটের নথি, খবর ED সূত্রে।

    দফায় দফায় জিজ্ঞাসাবাদ। অবশেষে, ভোর রাতে গ্রেফতারি। প্রকাশ্যে এল নিয়োগ দুর্নীতি চক্রের আরেক চরিত্র অয়ন শীল। ইডি- সূত্রের খবর, এই অয়ন শীলের (Ayan Sil) বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ২০১২ সালের টেট এর নথিও। এর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে শুধুমাত্র ২০১৪ সালের টেট-এর নথি উদ্ধার করেছিলেন ইডির (Enforcement Directorate) গোয়োন্দারা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments