More
    Homeঅনান্যAccident বাইক দূর্ঘটনার মৃত্যু এক, আহত এক।

    Accident বাইক দূর্ঘটনার মৃত্যু এক, আহত এক।

    Today Kolkata:- বাইক (Accident)  দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, আহত হয়েছেন আরও এক যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রদীপ দাস, সে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর বাসিন্দা এবং আহত হয়েছেন সুদীপ বিশ্বাস নামে এক যুবক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে গাইঘাটা থেকে বনগাঁ থেকে বাইকে করে যাচ্ছিলেন সুদীপ-প্রদীপ ও আরো এক যুবক। চাঁদপাড়া এলাকায় বনগাঁ দিক থেকে গাইঘাটা গামি একটি গাড়ি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপ দাসের, গুরুতর আহত হন সুদীপ বিশ্বাসও। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ গিয়ে প্রদীপের মৃতদেহটি উদ্ধার করে এবং সুদীপকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক সুদীপ ও প্রদীপের একসঙ্গে। পালাতো ঘাতক গাড়িটিও। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

    Accident বাইক দূর্ঘটনার মৃত্যু এক, আহত এক।

    MORE NEWS – Robbery ফের খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য।

    Today Kolkata:- Robbery ফের খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য।2 রা মে তারিখ খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় এক মহিলার হার ছিনতাই করে পালায় গোপাল রেড্ডি ওরফে সোনু এবং কার্তিক কোন্দল নামের 2 দুষ্কৃতী। এদের 12 তারিখ গ্রেফতার করে খড়গপুর টাউন পুলিশ। পাশাপাশি তাদের তিন দিনের জেল হেফাজতে নিয়েছিল পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে থাকা কালীনই প্রায় 22 গ্রাম এর একটি সোনার মঙ্গলসূত্র চেন শহরের জয়ীননগর থেকে উদ্ধার পুলিশ উদ্ধার করে এবং দুষ্কৃতীরা যে বাইকটি ব্যবহার করেছিল এই সমস্ত দুষ্কৃতী মূলক কাজ করার জন্য, CONTINUE READING

    MORE NEWS – Rear disease আক্রান্ত বেলঘড়িয়ার কিশোর, ছেলেকে বাঁচাতে মায়ের কাতর আবেদন সমাজের কাছে।

    Today Kolkata:-  জন্ম থেকে বিরল রোগে (Rear disease) আক্রান্ত বেলঘড়িয়া দিননাথ চ্যাটার্জি লেনের বাসিন্দা বছর ১৩-এর কিশোর সপ্তানশু ঘোষ। চিকিৎসা বিজ্ঞানের ভাষা সপ্তানশু জন্ম থেকে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামে পেশির এক বিরল রোগে (Rear disease) আক্রান্ত। যার চিকিৎসার খরচ লক্ষ লক্ষ টাকা। এমতাবস্থায় সপ্তানশুর চিকিৎসা এতদিন কোনরকম চালিয়ে যাচ্ছিল তার বাবা ও মা। কিন্তু গত বছর অক্টোবরে মারা যান সপ্তানশু-র বাবা। যারফলে এখন সপ্তানশু-র চিকিৎসা এক প্রকার থমকে রয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments