More
    Homeঅনান্যAgneepath Yajona অগ্নিপথ যোজনার প্রতিবাদ করে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান।

    Agneepath Yajona অগ্নিপথ যোজনার প্রতিবাদ করে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান।

    Today Kolkata:- অগ্নিপথ যোজনার (Agneepath Yajona) প্রতিবাদ করে আজ সেনাবাহিনীতে চাকরি প্রার্থী প্রায় 500 যুবক ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি নিয়েছিলেন মিছিলের শুরুতেই পতাকায় পুলিশ ৫জনের প্রতিনিধিদল মহকুমা শাসকের দপ্তরে যায় স্মারকলিপি জমা দিতে এই প্রসঙ্গে বিক্ষোভকারী চাকরিপ্রার্থী যুবক জানালেন কোনভাবেই তারা অগ্নিপথ যোজনা মেনে নিতে পারবেন না পুরনো পদ্ধতিতেই সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে তাদের এই আন্দোলন।

    Agneepath Yajona অগ্নিপথ যোজনার প্রতিবাদ করে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান।

    Breaking News মালদা নালাগোলা রাজ্য সড়কে বড়সড় দুর্ঘটনা।

    MORE NEWS – পশুপাখিদের প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যে ডেবরাতে প্রশিক্ষণ যুবক-যুবতীদের।

    আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সরকারের পশুমিত্র প্রকল্পের মাধ্যমে পশুপাখিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার লক্ষ্যে কেন্দ্রের স্বরোজগার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গ্ৰামের বেকার যুবক যুবতীদেরকে। গ্ৰামীন অর্থনীতিকে চাঙ্গা করতে আগ্ৰহী বেকার যুবক যুবতীদেরকে কেন্দ্রীয় সরকারের পশুমিত্র স্কীমে ইন্দিয়ান এলাহাবাদ ব্যাংকের ডেবড়া (Debra) ব্লক শাখার তরফ থেকে। প্রশিক্ষণ শেষে এই যুবক যুবতীদের কে প্রশাংসা পত্র দেওয়া হবে। তার পর গ্রামে গ্রামে গিয়ে কাজ করবে, CONTINUE READING

    MORE NEWS – মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালের চিকিৎসকের তৎপরতায় বাড়ি ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন রোগী।

    মানসিক ভারসাম্যহীন ভদ্রলোক ঘোরাঘুরি করছিলেন মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালের আশেপাশে গতকাল থেকে। বিষয়টি ততটা নজরে না আসলেও আজকে ঘুমন্ত অবস্থায় ভদ্রলোক যখন হাসপাতালের চাতালে শুয়ে ছিলেন তৎক্ষণাৎ বিষয়টি খেয়াল করেন ওই হাসপাতালের চিকিৎসক ডা: পর্ণা কুন্ডু। শুরু হয় ডাক্তারি তৎপরতা। হাসপাতালে ভর্তি করা হয় 60 বছর বয়সী স্বপন ভৌমিক কে। শুরু হয় চিকিৎসা। খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায়। CONTINUE READING

    MORE NEWS – পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে চাকরীর নামে প্রতারনা।

    চাকরীর নামে প্রতারনা, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে তৃনমূল নেতা অতনু গুছাইৎয়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো প্রতারিত ব্যক্তিরা। উল্লেখ্য, বেশ কয়েক দিন আগে বাতিল হয়েছে ২৬৯ জন প্রাইমারি শিক্ষকদের চাকরি (Scam Primary Teacher)। তারই মাঝে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো কোলাঘাটের তৃণমূল নেতা অতনু গুছাইতের বিরুদ্ধে। কোলাঘাটে সহ বেশ কয়েকটি এলাকার যুবক যুবতীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলে অতনু ও তার ভাই শান্তনুর মাধ্যমে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments