More
    Homeঅনান্যHabibpur Thana হবিবপুর থানা অন্তর্গত ঋষিপুর অঞ্চলের বুড়িতলা এলাকার মৃতদেহ উদ্ধার।

    Habibpur Thana হবিবপুর থানা অন্তর্গত ঋষিপুর অঞ্চলের বুড়িতলা এলাকার মৃতদেহ উদ্ধার।

    মালদাঃ- সাত সকালে মৃতদেহ উদ্ধার, হবিবপুর(Habibpur Thana) থানা অন্তর্গত ঋষিপুর অঞ্চলের বুড়িতলা এলাকার চাতরা বিলে এক ব্যক্তির কংকাল অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো।বুড়িতলা এলাকার এক ব্যাক্তি প্রায় ১৭দিন থেকে নিখোঁজ থাকার পরে আজ ওই ব্যাক্তি মৃতদেহ উদ্ধার হয়।ঘটনা খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের তরফে জানানো হয় প্রায় ১৭ দিন থেকে নিখোঁজ পরিতোষ মন্ডল (৪০) আজ তাকে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চাত্রা বিলে পরে থাকতে দেখা গিয়েছে। যদিও তার স্ত্রী পুলিশের সামনে পরিতোষ মন্ডলের মৃত্যুদেহ সনাক্ত করতে পারেনি।

    এলাকাবাসী অভিযোগ পরিতোষ মন্ডলকে তার স্ত্রী ও কন্যা জামাই মিলিত ভাবে পরিতোষ মন্ডল কে মেরে ফেলেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতদেহ উদ্ধার করা হয়েছে বর্তমানে ময়নাতদন্তের না করার পর্যন্ত এখনো সঠিক তর্থ না পাওয়া পর্যন্ত মৃতদেহ কার রয়েছে তা একনো সঠিক ভাবে জানা যায়নি। এলাকার এক ব্যাক্তি নিখোঁজ ছিলো বলে জানা গিয়েছে তারনাম পরিতোষ মন্ডল (৪০) বাড়ি ঋষিপুর অঞ্চলের বুড়িতলা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করা হছে।

    Habibpur Thana হবিবপুর থানা অন্তর্গত ঋষিপুর অঞ্চলের বুড়িতলা এলাকার মৃতদেহ উদ্ধার।

    Agneepath Yajona অগ্নিপথ যোজনার প্রতিবাদ করে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান।

    ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে।

    Napur Sharma নূপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাশিনগর বাজারে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

    Kurmali Language কুড়মালি ভাষার পঠন-পাঠনের আবেদন জানিয়ে অধ্যক্ষ কে চিঠি দিল কুড়মি সমাজ।

    MORE NEWS – এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার কিনারা করল বামনগোলা থানার পুলিশ।

    এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার কিনারা করল বামনগোলা থানার পুলিশ (Bamongola Thana)। গ্রেফতার ছয়। এদের মধ্যে পাঁচ জন মহারাষ্ট্রের বাসিন্দা। উদ্ধার হয়েছে চুরি যাওয়া নগদ টাকা এবং কিছু সামগ্রী। সোমবার দুপুরে এই মর্মে ফার্ম গ্রাম এলাকায় পুলিশ অফিসে এক সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি জানান গত ১১ ই মে বামন গোলা থানার কান্তি পাড়া এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments