More
    Homeঅনান্যKurmali Language কুড়মালি ভাষার পঠন-পাঠনের আবেদন জানিয়ে অধ্যক্ষ কে চিঠি দিল কুড়মি...

    Kurmali Language কুড়মালি ভাষার পঠন-পাঠনের আবেদন জানিয়ে অধ্যক্ষ কে চিঠি দিল কুড়মি সমাজ।

    বিদ্যুৎ কুমার মাহাত,বালুরঘাট:- দক্ষিণ দিনাজপুর কুড়মী সমাজের পক্ষ থেকে বালুরঘাট কলেজের প্রিন্সিপালের কাছে কুড়মালি ভাষায় (Kurmali Language) পঠন-পাঠনের আবেদন জানিয়ে একটি আবেদনপত্র তুলে দেওয়া হয়। জেলা কুর্মী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক চন্দ্র মাহাতো সহ আরো অনেকে। প্রকাশ থাকে যে এর পূর্বে ঝারগ্রাম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এর বিভিন্ন ইউনিভার্সিটি তে কুড়মালি ভাষায় অনার্সসহ সার্টিফিকেট ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করানো হচ্ছে। কিন্তু উত্তর বঙ্গের অন্যতম বৃহত্তম সম্প্রদায় কুড়মী সমাজের কুড়মালি ভাষায় পঠন-পাঠন না হওয়ায় আজকের এই আবেদন জমা দিল বালুরঘাট কলেজের অধ্যক্ষের কাছে। কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

    Kurmali Language কুড়মালি ভাষার পঠন-পাঠনের আবেদন জানিয়ে অধ্যক্ষ কে চিঠি দিল কুড়মি সমাজ।

    Rajya Sarhak রামজীবনপুর-আরামবাগ রাজ্য সড়কের উপর ভয়াবহ পথদূর্ঘটনা।

    Locknath Baba Tirodhan Dibas মহা সাড়ম্বরের সহিত পালন হলো উত্তর কৃষ্ণপল্লী এলাকার।

    Habibpur Assembly হবিবপুর বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্ব।

    Buddha Purnima বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, বুদ্ধ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন।

    MORE NEWS – গ্রীষ্মকালীন আবহে রক্তের সংকট মেটাতে আয়োজন করা হল রক্তদান শিবিরের।

    গ্রীষ্মকালীন আবহে রক্তের সংকট মেটাতে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজন করা হল একটি রক্তদান শিবিরের (Blood Donation Camp)। আজকের এই রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ, CONTINUE READING

    MORE NEWS – মালদহের আইসানী নবাব নগর এলাকার বাসিন্দা জ্যোৎস্না সরকার নিখোঁজ।

    Malda Missing Case মালদহের বামনগোলা ব্লকে নালাগোলার, আইসানী নবাব নগর এলাকার বাসিন্দা সঞ্জিত সরকার তার বিয়ে হয় দশ বছর আগে। ভালো ভাবেই সংসার করে দিন কাটা ছিলেন দুই ছেলে মেয়ে নিয়ে, সঞ্জিত বাবু নিজের কাজ নিয়ে ব্যাঙ্কে যেতে পারতো না তাই তিনি তার স্ত্রী জ্যোৎস্না সরকার ব্যাঙ্কে পাঠাতেন টাকা জমা দিতে। হঠাৎ গত চার তারিখে সমিতির টাকা জমা দেওয়া জন্য জ্যোৎস্না সরকার বাড়ি থেকে বেরহয় তার দুই ছেলে মেয়ে কে নিয়ে সেই দিন থেকে আর বাড়ি ফিরে আসেনি ফোন করেও মেলেনি কোন উত্তর। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments