More
    Homeঅনান্যRajya Sarhak রামজীবনপুর-আরামবাগ রাজ্য সড়কের উপর ভয়াবহ পথদূর্ঘটনা।

    Rajya Sarhak রামজীবনপুর-আরামবাগ রাজ্য সড়কের উপর ভয়াবহ পথদূর্ঘটনা।

    Today Kolkata:- রামজীবনপুর-আরামবাগ রাজ্য সড়কের (Rajya Sarhak) উপর ভয়াবহ পথদূর্ঘটনায় প্রান হারালো এক চিকিৎসক দম্পতির, ওই চিকিৎসক দম্পতির বাড়ি চন্দ্রকোনা ১নং ব্লকের রামজীবনপুর এলাকায়। গুরুতর আহত হয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই চিকিৎসক দম্পতির এক নাবালিকা মেয়ে। জানাযায়,বুধবার রাতে হুগলির এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষ করে একটি প্রাইভেট কারে করে চন্দ্রকোনা থানার রামজীবনপুরের নিজের বাড়িতে ফিরছিলেন বছর ৪০এর মৃত্যুঞ্জয় কর এবং তাঁর স্ত্রী বছর ৪০এর বন্দনা কর নামের ওই চিকিৎসক দম্পতি, মৃত্যুঞ্জয় বাবু গ্রামীণ চিকিৎসক বলে জানাযায়। তাদের সাথে ছিলেন মেয়ে স্বস্তিকা কর ও। হুগলি জেলার হাজীপুরে গতকাল রাতে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় চিকিৎসক দম্পতির প্রাইভেট গাড়ি টি। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে মৃত্যুঞ্জয় বাবু ও তার স্ত্রী ও মেয়ে।

    হুগলির গোঘাট থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত্যুঞ্জয়বাবুর স্ত্রীকে মৃত ঘোষণা করে, পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গ্রামীণ চিকিৎসক মৃত্যুঞ্জয় কর এর ও। গুরুতর জখম অবস্থায় তাদের মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ছিল পরে তার শারিরীক অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ময়নাতদন্তের পর ওই চিকিৎসক দম্পতির মৃতদেহ নিয়ে আসা হল তাদের রামজীবন পুরের বাসভবনে। মর্মান্তিক এই পথদূর্ঘটনায় স্বামী-স্ত্রীর একসাথে মৃত্যুর ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে রামজীবনপুরে ওই চিকিৎসক দম্পতির বাড়ি এলাকায়।

    Rajya Sarhak রামজীবনপুর-আরামবাগ রাজ্য সড়কের উপর ভয়াবহ পথদূর্ঘটনা।

    Jagoddal Mominpara সাতসকালেই বোমার শব্দে কেঁপে উঠল জগদ্দলের মোমিনপাড়া এলাকা।

    J.P. Nadda দুদিনের বঙ্গ সফরে রাজ্য বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা।

    MORE NEWS – খড়দহে কুলীনপাড়ায় তোলা না দেওয়ায় রক্তাক্ত ব্যাবসায়ী সহ তার পরিবার।

    খড়দহে (Khardah) কুলীনপাড়ায় তোলা না দেওয়ায় রক্তাক্ত ব্যাবসায়ী সহ তার পরিবার। ব্যাবসায়ীর পরিবারের অভিযোগ তাদের একটি রেশন দোকান ও একটি বিস্কুটের ডিস্টিবিউটর নেওয়া আছে ব্যবসা করতে গেলে তোলা দিতে হবে অভিযোগ স্থানীয় তৃণমূল সমীর বোসের বিরুদ্ধে তার দলবল পাঠিয়ে রবিবার অফিস ও বাড়িতে হামলার অভিযোগ। এরপর গতকাল রাতে ব্যাবসায়ী তার নিজের বাড়ির নিচে দাঁড়িয়ে ছিলেন সেই সময় সমীর বোসের মদতে ৩৫থেকে 40 দুষ্কৃতী লাঠি ইট ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments