More
    Homeঅনান্যKhardah খড়দহে কুলীনপাড়ায় তোলা না দেওয়ায় রক্তাক্ত ব্যাবসায়ী সহ তার পরিবার।

    Khardah খড়দহে কুলীনপাড়ায় তোলা না দেওয়ায় রক্তাক্ত ব্যাবসায়ী সহ তার পরিবার।

    Today Kolkata:- খড়দহে (Khardah) কুলীনপাড়ায় তোলা না দেওয়ায় রক্তাক্ত ব্যাবসায়ী সহ তার পরিবার। ব্যাবসায়ীর পরিবারের অভিযোগ তাদের একটি রেশন দোকান ও একটি বিস্কুটের ডিস্টিবিউটর নেওয়া আছে ব্যবসা করতে গেলে তোলা দিতে হবে অভিযোগ স্থানীয় তৃণমূল সমীর বোসের বিরুদ্ধে তার দলবল পাঠিয়ে রবিবার অফিস ও বাড়িতে হামলার অভিযোগ। এরপর গতকাল রাতে ব্যাবসায়ী তার নিজের বাড়ির নিচে দাঁড়িয়ে ছিলেন সেই সময় সমীর বোসের মদতে ৩৫থেকে 40 দুষ্কৃতী লাঠি ইট ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। ড্রেনে রাস্তায় ফেলে বাশ, লাঠি, দিয়ে ব্যাপক মারধর করা হয়। বাঁচাতে এসে ব্যাবসায়ীর বৃদ্ধ মাও রেহাই পাননি তাকেও মারধর করা হয় পরিবারের মহিলাদেরও মারধর করা হয়।

    খড়দহ থানায় লিখিত অভিযোগ করে ব্যাবসায়ির পরিবার ২১ নম্বর ওর্য়াডে পৌরপিতা স্বরাজ দাস অভিযোগ স্বীকার করে নিয়ে জানান সমীর বোস দলের নাম ভাঙিয়ে এলাকায় তোলাবাজি চালায় বেশ কিছু বহিরাগত নিয়ে দলের পক্ষ থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রেশন ব্যাবসায়ী শীর্ষেন্দু চক্রবর্তী কলকাতায় আশঙ্কা জনক অবস্থায় ভর্তি। শুভেন্দু চক্রবর্তীর(ইঞ্জিনিয়ার ) মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।

    Khardah খড়দহে কুলীনপাড়ায় তোলা না দেওয়ায় রক্তাক্ত ব্যাবসায়ী সহ তার পরিবার।

    Indonesia Masters ডেনমার্কের রসমুস গেমকেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন।

    J.P. Nadda দুদিনের বঙ্গ সফরে রাজ্য বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা।

    MORE NEWS – আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা।

    হবিবপুর থানার (Habibpur Thana) অন্তর্গত আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা গাড়ি চাকলদের অভিযোগ আইহো সিঙ্গাবাদ রুটে টোটোতে যাত্রী নিয়ে যাওয়া নিয়ম রয়েছে বাহাগোলা পর্যন্ত কিন্তু নিয়ম না মেনে টোটো নিয়ে তারা বাহাগোলা পার করে বিভিন্ন জায়গায় যাওয়া হছে বলে অভিযোগ। সিঙ্গাবাদ রুটের গাড়ি চালকেরা টোটো আটকে দেওয়া বচসা সৃষ্টি হয়। অন্য দিকে টোটো চালকদের অভিযোগ তারা নিয়ম মেনে যাত্রী তুলে যাছিলেন তাদের টোটোতে রিজার্ভ নিয়ে যাওয়া নিয়ে কারো কোন নিয়ম বাধা নেই। তার মাঝে গাড়ি চালকেরা জোর করে টোটোতে যাত্রী নিয়ে যেতে বাধা দেওয়া হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments