More
    Homeঅনান্যJagoddal Mominpara সাতসকালেই বোমার শব্দে কেঁপে উঠল জগদ্দলের মোমিনপাড়া এলাকা।

    Jagoddal Mominpara সাতসকালেই বোমার শব্দে কেঁপে উঠল জগদ্দলের মোমিনপাড়া এলাকা।

    Today Kolkata:-  বৃহস্পতিবার সাতসকালেই বোমার শব্দে কেঁপে উঠল জগদ্দল থানার (Jagoddal Mominpara) আটচালা বাগান রোডের মোমিনপাড়া এলাকা। এলাকাবাসীদের অনুমান, রাস্তার ধারে পুরানো শৌচালয়ের নীচে লুকিয়ে রাখা বোমা ফেটে যায়। বোমার আওয়াজে এলাকার মানুষজন বাইরে বেরিয়ে আসেন। যদিও স্থানীয়রা কাউকে বোমা মারতে দেখে নি। তবে আচমকা বোমা বিস্ফোরণে আতঙ্কিত এলাকার মানুষজন। লুকিয়ে রাখা বোমা ফাটল, নাকি এলাকা গরম করার জন্য কেউ বোমা মারলো, তা তদন্ত করে দেখছে জগদ্দল থানার পুলিশ।

    Jagoddal Mominpara সাতসকালেই বোমার শব্দে কেঁপে উঠল জগদ্দলের মোমিনপাড়া এলাকা।

    Khardah খড়দহে কুলীনপাড়ায় তোলা না দেওয়ায় রক্তাক্ত ব্যাবসায়ী সহ তার পরিবার।

    Indonesia Masters ডেনমার্কের রসমুস গেমকেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন।

    মাধ্যমিকের রাজ্যে প্রথম দশে থাকা জেলার মোট ষোলো জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো।

    Karsiong Bazar কার্শিয়াং বাজারে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে।

    MOEW NEWS – আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা।

    হবিবপুর থানার (Habibpur Thana) অন্তর্গত আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা গাড়ি চাকলদের অভিযোগ আইহো সিঙ্গাবাদ রুটে টোটোতে যাত্রী নিয়ে যাওয়া নিয়ম রয়েছে বাহাগোলা পর্যন্ত কিন্তু নিয়ম না মেনে টোটো নিয়ে তারা বাহাগোলা পার করে বিভিন্ন জায়গায় যাওয়া হছে বলে অভিযোগ। সিঙ্গাবাদ রুটের গাড়ি চালকেরা টোটো আটকে দেওয়া বচসা সৃষ্টি হয়। অন্য দিকে টোটো চালকদের অভিযোগ তারা নিয়ম মেনে যাত্রী তুলে যাছিলেন তাদের টোটোতে রিজার্ভ নিয়ে যাওয়া নিয়ে কারো কোন নিয়ম বাধা নেই। CONTINUE READING

    MORE NEWS – বাংলাদলে হয়ে রঞ্জিতে অসাধারণ কৃতিত্বের সাথে নজর কাড়লেন নৈহাটি আম্রপল্লী বাসিন্দা সুদীপ ঘরামি।

    বাংলাদলে হয়ে রঞ্জিতে (Ranji Traphi) অসাধারণ কৃতিত্বের সাথে 183 রান করে সকলের নজর কাড়লেন নৈহাটি আম্রপল্লী অন্তরের বাসিন্দা সুদীপ ঘরামি। বাংলা দলের প্রতিনিধিত্ব করে অসামান্য এই খুশি পরিবার সহ অঞ্চলের মানুষ জনেরা‌। ছোটবেলা থেকেই ক্রিকেট ছিল তার একমাত্র লক্ষ্য আর সেই লক্ষ্যেই এবার সাফল্যের প্রথম ধাপেই নজর কাড়লেন সুদীপ। আগামী দিনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তার প্রথম লক্ষ্য। ছেলের এই সাফল্যে খুশি সুদীপের মা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments