More
    Homeঅনান্যUttarlal Durgapur এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।

    Uttarlal Durgapur এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।

    মালদা:- এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। মৃত যুবকের নাম বিনয় বালা। বয়স 28, বাড়ি গাজোলের আলাল অঞ্চলের উত্তরলাল দুর্গাপুর (Uttarlal Durgapur) এলাকায়। সে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে ফাঁকা জায়গায় রাস্তার পাশে একটি গাছে দড়ি লাগিয়ে ফাসি দিয়ে আত্মঘাতী হয়। আজ সকালে স্থানীয় মহিলারা প্রাতঃভ্রমণে বের হলে তারা ঝুলন্ত দেহ দেখতে পায় এবং খবর ছড়িয়ে পড়ে খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে আসে ও স্থানীয় লোকজন ছুটে আসে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। মৃতদেহ নামিয়ে গাজোল হাসপাতালে নিয়ে আসা হয় কর্তব্যরত ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ সঠিকভাবে কেউ বলতে পারছে না বাড়িতে কোন ঝগড়াঝাটি অশান্তি হয়নি তবে অনেকের ধারণা প্রেমঘটিত ঘটনা হলেও হতে পারে।

    তার পরিবারের রয়েছে মা ভাই এক বছর আগে তার বাবা মারা গেছেন ।পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল সেই। সে বিএ পাস ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।সে কয়েকদিন আগে বাবাধাম গিয়েছিল বাবা ধাম থেকে ফিরে এসে বুধবার এলাকাবাসীদের সেবা দেয়। সেবা দেওয়ার পর সবার অলক্ষ্যে বুধবার রাতে ফাঁকা জায়গায় একটি গাছে ফাঁসি দিয়া আত্মঘাতী হয়।

    Uttarlal Durgapur এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।

    Rajya Sarhak রামজীবনপুর-আরামবাগ রাজ্য সড়কের উপর ভয়াবহ পথদূর্ঘটনা।

    Jagoddal Mominpara সাতসকালেই বোমার শব্দে কেঁপে উঠল জগদ্দলের মোমিনপাড়া এলাকা।

    Khardah খড়দহে কুলীনপাড়ায় তোলা না দেওয়ায় রক্তাক্ত ব্যাবসায়ী সহ তার পরিবার।

    MORE NEWS – বামনগোলা ব্লকের হরিশঙ্করপুর থেকে নালাগোলা হয়ে অবৈধ ভাবে বালি, মাটি তুলে পাচার।

    কিছুদিন আগেই পুলিশের পক্ষ থেকে গাড়িতে মাইক বেঁধে প্রচার করা হয়েছিল, অবৈধ ভাবে বালি, মাটি তুলে পাচার করা যাবে না। পুলিশের নজরে পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর কিছু দিন অবৈধভাবে বালি, মাটি পাচার বন্ধ ছিল। অথচ এখন আবার দেখা যাচ্ছে বামনগোলা ব্লকের (Bamongola Block) হরিশঙ্করপুর থেকে নালাগোলা হয়ে পাকুয়াহাট এবং ১২ মাইল পর্যন্ত বালি, মাটি ভরতি ট্রলি,লরি ছুটছে রাজ্য সড়ক দিয়ে। সেগুলো কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে কেউই জানতে পারছে না। অভিযোগ, যাঁদের জানার কথা সেই প্রশাসনও নিরুত্তাপ। কোনো হেলদোল নেই। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments