More
    Homeঅনান্যShishu Surakkha Dibas বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে দিঘায় শিশু সুরক্ষা দিবস উদযাপন।

    Shishu Surakkha Dibas বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে দিঘায় শিশু সুরক্ষা দিবস উদযাপন।

    Today Kolkata:- রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলায় বাল্যবিবাহ সব থেকে বেশি। তাই বাল্যবিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় পালন করা হলো শিশু সুরক্ষা দিবস (Shishu Surakkha Dibas)। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘার দীঘাশ্রীতে পালিত হলো রাজ্য শিশু সুরক্ষা দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারি সভাপতি শেখ সুফিয়ান সহ অন্যান্যরা। এদিন এলাকার শিশুদের হাতে উপহার সামগ্রি তুলে দিয়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, প্রতিবছর ৯ জুন দিনটি পালিত হয়। তবে এবছর পূর্ব মেদিনীপুর জেলাকে বেছে নেওয়ার কারন এই জেলায় বাল্যবিবাহ সব থেকে বেশি হয়েছে।

    তাই বাল্যবিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে আমরা এই জেলার দিঘাকে বেছে নিয়েছি। বিভিন্ন কারনে এই জেলার অল্প বয়সের মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। তাই এই জেলার মানুষকে সচেতন করতে আমরা বেশকিছু উদ্যোগ গ্রহন করেছি। আমরা একটা ভিডিও অ্যালবাম বানিয়েছি। সেটি রাজ্যের বিভিন্ন স্কুলে, জনবহুল এলায় প্রচার কর হবে। শুধু শিশু নিপীড়ন, অত্যচার, বাল্যবিবাহ সরকারি আইন করে সব সমাধান করা যাবে না। সবাইকে সচেতন হতে হবে। তবেই শিশুরা সুরক্ষিত থাকবে।

    Shishu Surakkha Dibas বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে দিঘায় শিশু সুরক্ষা দিবস উদযাপন।

    Rajya Sarhak রামজীবনপুর-আরামবাগ রাজ্য সড়কের উপর ভয়াবহ পথদূর্ঘটনা।

    Jagoddal Mominpara সাতসকালেই বোমার শব্দে কেঁপে উঠল জগদ্দলের মোমিনপাড়া এলাকা।

    Khardah খড়দহে কুলীনপাড়ায় তোলা না দেওয়ায় রক্তাক্ত ব্যাবসায়ী সহ তার পরিবার।

    MORE NEWS – কার্শিয়াং বাজারে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে।

    29 নং নির্বাচনী এলাকার অধীনে কার্শিয়াং বাজারে (Karsiong Bazar) ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে। দলের মহিলা মোর্চা সম্পাদক মাইয়া ঠাকুরি বলেন, “পাহাড়কে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার স্বপ্নের জন্যও এই নির্বাচন একটি লিটমাস পরীক্ষা আমাদের কাছে। “ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, কার্শিয়াং মহকুমা কমিটি আজ নির্বাচন অফিসের উদ্বোধন করেছে। মোটর স্ট্যান্ডে নতুন ভবনে নির্বাচনী কার্যালয় বসানো হয়েছে। পূজা পাঠের মাধ্যমে অফিসের উদ্বোধন করা হয়। এসময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মহকুমা কমিটির সাধারণ সম্পাদক প্রনাম রাসাইলি জনগণের কাছে আবেদন করেছেন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments