More
    HomeখবরINTTUC পুনরায় শ্রমিক সংগঠনের দায়িত্ব পেল সেলিম আলি ও টুটুল মল্লিক।

    INTTUC পুনরায় শ্রমিক সংগঠনের দায়িত্ব পেল সেলিম আলি ও টুটুল মল্লিক।

    তমলুক, পূর্ব মেদিনীপুর:- আজ শহীদ মাতঙ্গিনী ব্লক এর মেচেদার আইএনটিটিইউসির ইউনিয়ন অফিসে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও রামকো সিমেন্ট এর INTTUC শ্রমিক সংগঠনের কমিটি ঘোষনা হলো। নতুন কমিটির পরামর্শদাতা হলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, সভাপতি শিবনাথ সরকার, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যকরি সভাপতি সেলিম আলি অপরদিকে রামকো সিমেন্ট এর কার্যকারী সভাপতি টুটুল মল্লিকের নাম ঘোষণা করেন তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার। এদিন শিবনাথ সরকার নতুন কমিটির নাম ঘোষণা করার পাশাপাশি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে ইতিমধ্যে ছয়টি ইউনিট রয়েছে আবারো একটি ইউনিট বাড়ানোর কথা ভাবছেন জেলার শ্রমিক নেতৃত্বরা।

    এদিন শিবনাথ সরকার জানান আগামী দিনে শ্রমিকদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আরো একটি ইউনিট বাড়ানোর চিন্তা ধারা নিয়েছি। তবে আমরা এই নিয়ে রাজ্য নেতৃত্ব দের কাছে বিষয়টি জানাবো। এ নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি কটাক্ষ করে বলেন একদিকে রাজ্যে এখন বিদ্যুতের চাহিদা কম আবার অপরদিকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রত্যহ একটি থেকে দু’টি ইউনিটৈ। কাজ হতে দেখা যায় বাকি ইউনিট সমস্ত বন্ধই হয়ে থাকে সব সময়। কিন্তু সেই পরিস্থিতিতেও ছয়টি ইউনিট থেকে আরও একটি ইউনিট বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। রাজ্যে শিল্পে ভাঁড়ে মা ভবানী। গোটা বিশ্বের শিল্পপতিরা জানেন এরাজ্য শিল্প তাড়ুয়া। এরা আবার এ রাজ্যে নতুন করে শিল্প করবে, এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে একটি অপমানজনক।

    INTTUC পুনরায় শ্রমিক সংগঠনের দায়িত্ব পেল সেলিম আলি ও টুটুল মল্লিক।

    Ranji Traphi বাংলাদলে হয়ে রঞ্জিতে অসাধারণ কৃতিত্বের সাথে নজর কাড়লেন নৈহাটি আম্রপল্লী বাসিন্দা সুদীপ ঘরামি।

    Bamongola Block বামনগোলা ব্লকের হরিশঙ্করপুর থেকে নালাগোলা হয়ে অবৈধ ভাবে বালি, মাটি তুলে পাচার।

    Sabang Thana গ্ৰীষ্মকালীন রক্তসংকট মেটাতে আজ সবং থানার পক্ষ থেকে একটি রক্তদান কর্মসূচি পালন করা হয়।

    তিনি আরো বলেন এই সমস্ত ইউনিয়ন দুর্নীতি ও কাটমানির আখড়া এরা শুধুমাত্র কমিটি পরিবর্তন করতে থাকবে। তাই দুই দিন আগে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে লিফলেট এর ছড়াছড়ি হয়েছিল এটা সবাই এর জানা। তবে এদিকে শ্রমিক নেতা সেলিম আলি ও টুটুল মল্লিকে আই এন টি টি ইউ সির কর্মীরা পুনরায় ফিরে পেয়ে মিষ্টিমুখ করিয়ে- মালা পরিয়ে আনন্দে মেতে উঠল কর্মী-সমর্থকরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments