More
    Homeঅনান্যSabang Thana গ্ৰীষ্মকালীন রক্তসংকট মেটাতে আজ সবং থানার পক্ষ থেকে একটি...

    Sabang Thana গ্ৰীষ্মকালীন রক্তসংকট মেটাতে আজ সবং থানার পক্ষ থেকে একটি রক্তদান কর্মসূচি পালন করা হয়।

    Today Kolkata:- গ্ৰীষ্মকালীন রক্তসংকট মেটাতে আজ সবং থানার (Sabang Thana) পক্ষ থেকে একটি রক্তদান কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে সবং থানার পুলিশ কর্মকর্তা সহ সিভিক পুলিশ এবং মহিলা পুলিশরাও রক্তদান করেন। এই রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন খড়্গপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা পুলিশ মহকুমা আধিকারিক গোবিন্দ শিকদার, সি আই কৃষ্ণেন্দু হোতা, পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি, কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিকাশ ভূঁইয়া, অমল পান্ডা সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন। এই রক্তদান কর্মসূচিতে ৬০ জন রক্তদাতা রক্তদান করেন।

    Sabang Thana গ্ৰীষ্মকালীন রক্তসংকট মেটাতে আজ সবং থানার পক্ষ থেকে একটি রক্তদান কর্মসূচি পালন করা হয়।

    TMC কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

    Chandrakona Gramin Hospital সিজার পরিষেবা চালু হল চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।

    Dilip Ghosh দমদম বিমানবন্দরে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

    MORE NEWS – খাদ্য সুরক্ষা দিবস পালিত হল দিঘায়।

    খাদ্য সুরক্ষা দিবস পালিত (Khadya Surakkha Dibas) হল দিঘায়। রামনগর ১ ব্লক প্রশাসন এবং দিঘা ও দিঘা মোহনা কোস্টাল থানার যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে সৈকত পরিক্রমা করে সচেতনতা মিছিল। তাতে অংশগ্রহণ করেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনে থাকা খাদ্য সুরক্ষা দপ্তরের অধিকারিকগণ এবং ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় ও সংশ্লিস্ট দুই থানার কর্মীরা।ওল্ড দিঘা থেকে শুরু হয়ে গোটা সৈকত সরণি পরিক্রমা করে মিছিল শেষ হয় নিউ দিঘায়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পুলিশ নিয়ে সৈকতের, CONTINUE READING

    MORE NEWS – কেন্দ্রের জন বিরোধী নীতির প্রতিবাদে, কালিয়াচক ২ ব্লক তৃনমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল।

    গতকাল সন্ধ্যায় খেটে খাওয়া মানুষের ১০০ দিনের কাজের টাকা দেওয়া হছেনা, এছাড়াও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি তথা একাধিক কেন্দ্রের জন বিরোধী নীতির প্রতিবাদে, কালিয়াচক ২ ব্লক তৃনমূল কংগ্রেসের এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন এলাকার অঞ্চল ও ব্লক নেতৃত্বরা দলে দলে মিছিলে যোগদান করেন। ৫২ মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে মোথাবাড়ি গ্রীন মার্কেট পর্যন্ত দলীয় কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments