More
    Homeঅনান্যKhadya Surakkha Dibas খাদ্য সুরক্ষা দিবস পালিত হল দিঘায়।

    Khadya Surakkha Dibas খাদ্য সুরক্ষা দিবস পালিত হল দিঘায়।

    Today Kolkata:- খাদ্য সুরক্ষা দিবস পালিত (Khadya Surakkha Dibas) হল দিঘায়। রামনগর ১ ব্লক প্রশাসন এবং দিঘা ও দিঘা মোহনা কোস্টাল থানার যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে সৈকত পরিক্রমা করে সচেতনতা মিছিল। তাতে অংশগ্রহণ করেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনে থাকা খাদ্য সুরক্ষা দপ্তরের অধিকারিকগণ এবং ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় ও সংশ্লিস্ট দুই থানার কর্মীরা।ওল্ড দিঘা থেকে শুরু হয়ে গোটা সৈকত সরণি পরিক্রমা করে মিছিল শেষ হয় নিউ দিঘায়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পুলিশ নিয়ে সৈকতের বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে গিয়ে খাদ্যের গুণগতমান পরীক্ষা করেন।খাদ্য সুরক্ষা আধিকারিক রণিতা সরকার বলেন, ‘মূলত স্ট্রিটফুটের গুণগত মান পরীক্ষা করা হল। খাদ্য সুরক্ষা বিধি মেনে চলতে বলা হয়েছে প্রত্যেককে। দিঘার পর মন্দারমণিতে এ ধরণের কর্মসূচি পালন করা হবে।’

    Khadya Surakkha Dibas খাদ্য সুরক্ষা দিবস পালিত হল দিঘায়।

    Chanchal Thana বাড়িতে অপরিচিত যুবক-যুবতীর নিত্য আনাগোনা,পুলিশ হানা দিতেই পর্দাফাঁস।

    Padubasan পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়ে বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ ও চারা বিতরণ।

    Raddur Roy ইউটিউবার রোদ্দুর রায়কে কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডাদমন শাখা গ্রেফতার করেছে।

    MORE NEWS – কেন্দ্রের জন বিরোধী নীতির প্রতিবাদে, কালিয়াচক ২ ব্লক তৃনমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল।

    গতকাল সন্ধ্যায় খেটে খাওয়া মানুষের ১০০ দিনের কাজের টাকা দেওয়া হছেনা, এছাড়াও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি তথা একাধিক কেন্দ্রের জন বিরোধী নীতির প্রতিবাদে, কালিয়াচক ২ ব্লক তৃনমূল কংগ্রেসের এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন এলাকার অঞ্চল ও ব্লক নেতৃত্বরা দলে দলে মিছিলে যোগদান করেন। ৫২ মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে মোথাবাড়ি গ্রীন মার্কেট পর্যন্ত দলীয় কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। CONTINUE READING

    MORE NEWS – অপরিচিত ব‍্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

    পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ক্ষীরপাই (Khirpai) মনসা তলা চাতালে এক অপরিচিত ব‍্যাক্তি কে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় পথচলতি মানুষ।তারপরই খবর দেওয়া হয় ক্ষীরপাই আউট পোস্টে, সাথে সাথে পুলিশ গিয়ে ঐ ব‍্যাক্তি কে উদ্ধার করে ক্ষীরপাই হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ব‍্যাক্তিটি মৃত বলে ঘোষণা করেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments