More
    HomeখবরAlorani Sarkar তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ।

    Alorani Sarkar তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ।

    Today Kolkata:- আলো রানী সরকার (Alorani Sarkar) বাংলাদেশি কিনা বিচার হচ্ছে স্বপন বাবু সার্টিফিকেট এর বিচার হবে না? এই নিয়ে প্রশ্ন তোলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ। বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের(Alorani Sarkar) দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ। খারিজ করলেন বিচারপতি বিবেক চৌধুরী। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২০০৪ ভোটে পরাজিত হন আলো রানী মজুমদার। তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।পরবর্তীতে আলো রানী সরকার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হন৷ সম্প্রতি তৃণমূল তাকিয়েই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। “বাংলাদেশের ভোটার লিস্ট আলোরানী সরকারের নাম রয়েছে, তাই আলোরানী সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেননা। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ বলেন”আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে।

    আলো রানী সরকার (Alorani Sarkar) আগে বিজেপির প্রার্থী ছিলেন পরে তৃণমূলের প্রার্থী হয়েছেন। তিনি বাংলাদেশি না ভারতীয় সেটা বিচার্য বিষয়। মহামান্য আদালতের বিষয়। কিন্তু তিনি যার বিরুদ্ধে হেরেছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি স্বপন মজুমদার। স্বপন বাবু এইট পাস জাল সার্টিফিকেট দেখিয়ে ভোটে দাড়িয়ে ছিলেন। মহামান্য আদালত ওনার ওই সার্টিফিকেটের তদন্ত করে দেখুক অনুরোধ রইল।আলো রানী সরকার বাংলাদেশি কিনা বিচার হচ্ছে স্বপন বাবু সার্টিফিকেট এর বিচার হবে না? এই নিয়ে প্রশ্ন তোলেন গোপাল শেঠ।

    Alorani Sarkar তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ।

    MORE NEWS – Domohona দোমোহনায় জল নিকাশি নালার কাজ শুরু।

    করণদিঘী:- উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত দোমোহনা (Domohona )৩৪ নং জাতীয় সড়কের ধারে জল নিকাশি নালার কাজ শুরু হলো শুক্রবার। কাজের শুভ উদ্বোধন করেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল। স্থানীয় সূত্রে জানা যায়, জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে বর্ষাকালে দোমোহনা (Domohona ) গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার প্রায় ২০০ বিঘা জমি জলমগ্ন হয়ে যায়। পাশাপাশি প্রায় ৪০০ লোকের বাড়িতে বর্ষার জল জমে জলমগ্ন হয়ে যায়। তাই দোমোহনা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ড্রেই বা নিকাশি ব্যবস্থার । তাই করণদিঘীর বিধায়ক বিধায়ক গৌতম পালের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে সব, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments