More
    Homeঅনান্যKalbaishakhi গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের দাপটে সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

    Kalbaishakhi গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের দাপটে সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

    মালদাঃ- গতকাল রাতে কালবৈশাখী (Kalbaishakhi) ঝড়ের দাপটে সাথে সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। গতকালের কালবৈশাখীর(Kalbaishakhi) তাণ্ডবে বাড়ির চালের ওপরে ঘর ভেঙে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন চাপা পড়ে মৃত্যু হলো এক দশ বছরের যুকের মৃত্যু। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের ফলে মালদা জেলার বামনগোলা ব্লকের মুদীপুকুর এলাকায় বাড়ির উপর গাছ পড়ে যাওয়ায় ওই ওই যুবকের মৃত্যু হয়। মৃত যুকের নাম সুব্রত মন্ডল (১০) বাবা বিবেক মন্ডল, মুদীপুকুর এলাকার বাসিন্দা। রাতে ঘুমন্ত অবস্থায় কালবৈশাখী ঝড়ের ফলে বাড়ির উপর বড় গাছ পড়ে যাওয়ায় তাতে চাপা পড়ে মৃত্যু হয় ঐ বালকের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বামনগোলা থানার পুলিশ। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

    Kalbaishakhi গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের দাপটে সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

    MORE NEWS – Alorani Sarkar তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ।

    Today Kolkata:- আলো রানী সরকার (Alorani Sarkar) বাংলাদেশি কিনা বিচার হচ্ছে স্বপন বাবু সার্টিফিকেট এর বিচার হবে না? এই নিয়ে প্রশ্ন তোলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ। বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের(Alorani Sarkar) দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ। খারিজ করলেন বিচারপতি বিবেক চৌধুরী। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২০০৪ ভোটে পরাজিত হন আলো রানী মজুমদার। তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।পরবর্তীতে আলো রানী সরকার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হন৷ সম্প্রতি তৃণমূল তাকিয়েই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। “বাংলাদেশের ভোটার লিস্ট আলোরানী সরকারের নাম রয়েছে, তাই আলোরানী সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেননা। CONTINUE READING

    MORE NEWS – Krishak Ratno কৃষক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল নবগ্রাম এ কৃষি বিভাগের।

    Today Kolkata:- ব্লকের সকল কৃষক কে রাজ্যবাসীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানাতে কৃষক রত্ন (Krishak Ratno) সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল নবগ্রাম এ কৃষি বিভাগের। মুর্শিদাবাদের নবগ্রাম এ নবগ্রাম কৃষি বাজার এ কৃষক রত্ন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবগ্রাম ব্লকে মহরুল গ্রাম পঞ্চায়েত এ পলশা গ্রামের আলিমুদ্দিন দেওয়ান নামে এক কৃষক কে কৃষক রত্ন (Krishak Ratno) প্রদান করা হল। উপস্থিত ছিলেন A,D,O বরুণ খাঁ, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments