More
    Homeঅনান্যAtal Pension Yojana ১ অক্টোবর থেকে অটল পেনশন যোজনায় বড় ধাক্কা আয়করদাতাদের।

    Atal Pension Yojana ১ অক্টোবর থেকে অটল পেনশন যোজনায় বড় ধাক্কা আয়করদাতাদের।

    Today Kolkata:- সামাজিক সুরক্ষা প্রকল্প হিসাবে অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) এনেছিল মোদী সরকার। কিন্ত এবার সেই প্রকল্পের বড় পরিবর্তন আনল কেন্দ্র। নতুন নিয়মের আওতায় বড়সড় ধাক্কা খেতে চলেছেন আয়করদাতারা। কারণ, সেই প্রকল্পের দরজাই এ বার আয়করদাতাদের জন্য বন্ধ করে দিল কেন্দ্র। বুধবার বিজ্ঞপ্তি জারি করে অর্থ মন্ত্রক জানিয়েছে, যে সব ভারতীয় নাগরিক আয়কর দেন তাঁরা অটল পেনশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।ষচলতি বছরের ১ অক্টোবর থেকেই এই নয়া নিয়ম লাগু হতে চলেছে। এরফলে যাঁরা অবসরকালীন সময়ে নিরাপদে, নিশ্চিন্তে জীবন কাটানোর কথা ভাবছিলেন তাঁদের আশায় জল পড়তে চলেছে। তবে আগেই যাঁরা পলিসি কিনেছেন, তাঁদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য নয়। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে অর্থ মন্ত্রক।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “১ অক্টোবর থেকে কোনও আয়কর প্রদানকারী ব্যক্তি APY স্কিমে যোগদান করতে পারবে না। যদি নির্দিষ্ট সময়ের পর কোনও আয়করপ্রদানকারী ব্যক্তি এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খোলেন, তবে তাঁর APY অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। “কেন্দ্রের এই ঘোষণার পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এর ফলে অনেকেই এই আর্থিক সুরক্ষা থেকে বঞ্চিত হবেন, বিশেষ করে বর্তমান আর্থিক সঙ্কটের আবহে। বিশেষজ্ঞদের প্রশ্ন, একাধিক সুযোগ নেওয়ার পথ তো আটকানোই হয়েছিল। তাহলে এমন কঠোর পদক্ষেপ কি রাজকোষে রাশ টানতে? সরকারের অবশ্য দাবি, অপ্রয়োজনীয়দের ছেঁটে ফেলা হল। যাঁদের দরকার শুধূ তাঁরাই সাহায্য পাবেন।

    Atal Pension Yojana ১ অক্টোবর থেকে অটল পেনশন যোজনায় বড় ধাক্কা আয়করদাতাদের।

    Health Care চুল পড়া আটকাতে চাল ধোয়া জলের কামাল।

    অটল পেনশন যোজনা কী? • এটি কেন্দ্রের একটি পেনশন প্রকল্প। মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষা হিসেবে এটি আনা হয়। চালু হয় ২০১৫ সালের ১ জুন। • যোগ দেওয়ার বয়স ১৮ থেকে ৪০ বছর। • প্রকল্পটিতে কেউ শামিল হলে তাঁকে ৬০ বছর পর্যন্ত নির্দিষ্ট হারে টাকা জমা দিতে হয়। কতটা পেনশন নিতে চান তার উপরে নির্ভর করে টাকা জমার অঙ্ক। • কেন্দ্রও ভর্তুকি দেয়। • ৬০ বছর বয়সের পর থেকে মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন মেলে। • লগ্নিকারী তহবিলে কত টাকা দিয়েছেন, তার ভিত্তিতে স্থির হয় পেনশনের পরিমাণ।

    অর্থ মন্ত্রক জানিয়েছে- • আগামী ১ অক্টোবর থেকে কোনও আয়করদাতা অটল পেনশন যোজনায় যোগ দিতে পারবেন না। • এরপরে কোনও লগ্নিকারী নাম লেখালে, তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ফেরত দেওয়া হবে তহবিলে জমা পড়া টাকা। • কোনও করদাতা আগেই প্রকল্পের আওতায় এলে, তাঁদের ক্ষেত্রে নয়া নিয়ম প্রযোজ্য হবে না। • সামাজিক সুরক্ষা যাঁদের প্রয়োজন, শুধু তাঁদের হাতে তুলে দেওয়াই নিয়ম বদলের মূল উদ্দেশ্য।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments