More
    Homeঅনান্যHealth Care চুল পড়া আটকাতে চাল ধোয়া জলের কামাল।

    Health Care চুল পড়া আটকাতে চাল ধোয়া জলের কামাল।

    Today kolkata:- Health Care ঝলমলে আর ফুরফুরে চুল পেতে আমরা কত নামিদামি প্রোডাক্টটি না ব্যবহার করে থাকি। কিন্তু জানেন কি আপনার ঘরেই রয়েছে এমনই একটি প্রোডাক্ট। এর জন্য বাড়তি কোনও ঢাকা খরচ করতে হয় না। এই উপাদানটি হল চাল ধোয়া জল। চালের জলে রয়েছে একাধিক গুণ। যা চুলের কন্ডিশনার হিসাবে খুবই ভাল। প্রাচীনকাল থেকেই চাল ধোয়া জল খুবই কার্যকরী ফল দিয়ে আসছে। বলা হয়, চুল বা ত্বকের যত্নে চালের ধোয়া জল খুবই উপকারী। চাল ধোয়া জলে রয়েছে ভিটামিন বি, সি, আই আর ফলিক অ্যাসিড। এছাড়াও ম্যাগনেশিয়ামে ভরপুর এই জল। একবার ভেবে দেখুন, প্রতিদিনের ফেলে দেওয়া এই চাল ধোয়া জল আমাদের কত উপকার আসে! বিভিন্ন গবেষণায় প্রমাণিত, চাল ধোয়া জল যদি প্রতিদিন ব্যবহার করা যায়, তাহলে তা চুলকে যেমন ঘন করে তোলে, তেমনই লম্বাও হয় চুল।

    দেখে নেওয়া যাক চাল ধোয়া জল কীভাবে ব্যবহার করা যায় চুলের যত্নে- চালের জল চুলের যত্নে তৈরি করতে হলে প্রথমে জলে এক মুঠো চাল দিতে হবে। এবার ভালভাবে তা করে ধুয়ে নিন। জল ক্রমেই গাঢ় হতে থাকবে। চালের ধোয়া এই জল একটি পাত্রে রাখতে হবে। এইভাবে ১২ ঘণ্টা আলাদা ওই পাত্রে রাখতে হবে। তারপর ওই জল একটি বোতলে রেখে দিন। কন্ডিশনার হিসাবে এই জল ব্যবহার করা যেতে পারে। চুল দেখাবে একেবারে ফুরফুরে। চালের ভেজানো জল চুলের পক্ষে দারুন কার্যকর। এই জল চুলকে যেমন মজবুত রাখে, তেমন চুলের হারানো চমকও ফিরিয়ে দেয় রাতারাতি। চালের জলে থাকা নিয়াসিন ও ফলিক অ্যাসিড হেয়ার সেলকে তৈরি করতে বিশেষ ভূমিকা রাখে।

    Health Care চুল পড়া আটকাতে চাল ধোয়া জলের কামাল।

    MORE NEWS – পুজোর আগে মুখের কালো দাগ নিয়ে চিন্তিত! মেনে চলুন তিনটি ঘরোয়া টোটকা।

    পুজো পূজো হাওয়া বইতে শুরু করেছে। আর পুজোর মানেই মাতৃ বন্দনার পাশাপাশি পুরুষ-মহিলা নির্বিশেষে নিজের রূপের ছটা বাড়ানোর চেষ্টা। এখন থেকেই অনেকে এ নিয়ে শুরু করেছেন নানা এক্সপেরিমেন্ট। বিশেষ করে মুখের কালো দাগ দূর করে ঔজ্জ্বল্য বাড়াতে আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু আপনি কি জানেন বাড়িতে থাকা কয়েকটি জিনিস আর যদি একটু রুটিন ফলো করেন, তাহলে আপনার মুখের কালো দাগ দূর হবে চোখের নিমেষেই। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments