More
    HomeখবরCoal Scam Case কয়লাপাচার-কাণ্ডে আট আইপিএস আধিকারিককে ১৫ আগস্টের পর দিল্লিতে তলব...

    Coal Scam Case কয়লাপাচার-কাণ্ডে আট আইপিএস আধিকারিককে ১৫ আগস্টের পর দিল্লিতে তলব ইডির।

    Today kolkata:- কয়লা পাচার (Coal Scam Case) মামলায় রাজ্যের আট আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ১৫ আগস্টের পর দিল্লিতে তাঁদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এই সব আইপিএস শাসক দলের ঘনিষ্ট বলে জানা গিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, এই আট আইপিএস আধিকারিক হলেন জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান এবং ভাস্কর মুখোপাধ্যায়। উল্লেখ্য, এই মামলায় আগেও সাত আইপিএস আধিকারিককে তলব করা হয়েছিল। জ্ঞানবন্ত সিংহ ও রাজীব মিশ্রকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কয়লা মাফিয়াদের জিজ্ঞাসাবাদে ওই আইপিএসদের নাম উঠে এসেছে বলে দাবি।

    মূলত সেই কারণেই তাঁদের তলব করা হয়েছে। এই পাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকেও একাধিকবার তলব করা হয়েছিল। তবে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে এখন গ্রেফতার করা যায়নি। এখনও অধরা সে। গত এপ্রিল মাসে লালা ও বিনয় মিশ্রের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ‘ওপেন ডেটেড ওয়ারেন্ট’ জারি করে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

    Coal Scam Case কয়লাপাচার-কাণ্ডে আট আইপিএস আধিকারিককে ১৫ আগস্টের পর দিল্লিতে তলব ইডির।

    Rahul Majumder তোমায় আমায় মিলে’-এর সিক্যুয়েল নয়, যীশু-নীলাঞ্জনার প্রযোজনায় মুখ্য দেখা যাবে রাহুলকে।

    Weather Kolkata শহরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রয়োজনীয় পদক্ষেপ করল কলকাতা পুরসভা।

    Taiwan China news তাইওয়ানের কাছে সেনা কার্যকলাপ বাড়াল চিন, মিসাইল হানার দাবি বেজিংয়ের।

    Health Care পুজোর আগে মুখের কালো দাগ নিয়ে চিন্তিত! মেনে চলুন তিনটি ঘরোয়া টোটকা।

    MORE NEWS – এসএসসি নিয়োগ দুর্নীতিতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই।

    CBI & SSC Corruption স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যে এই প্রথম গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার করা হল স্কুল সার্ভিস কমিশনে তৈরি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা এবং কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক সাহাকে। সিবিআইয়ের গোয়েন্দারা জানাচ্ছেন, এসএসসি দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করতে নামে সিবিআই। দফায় দফায় এই দু জনকে জেরা করেছিলেন সিবিআই আধিকারিকরা। মূলত শান্তিপ্রসাদের সূত্র ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যোগের সূত্র পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments