More
    Homeঅনান্যCBI & SSC Corruption এসএসসি নিয়োগ দুর্নীতিতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে...

    CBI & SSC Corruption এসএসসি নিয়োগ দুর্নীতিতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই।

    Today Kolkata:- CBI & SSC Corruption স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যে এই প্রথম গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার করা হল স্কুল সার্ভিস কমিশনে তৈরি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা এবং কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক সাহাকে। সিবিআইয়ের গোয়েন্দারা জানাচ্ছেন, এসএসসি দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করতে নামে সিবিআই। দফায় দফায় এই দু জনকে জেরা করেছিলেন সিবিআই আধিকারিকরা। মূলত শান্তিপ্রসাদের সূত্র ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যোগের সূত্র পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরআগে নিজাম প্যালেসে ডেকে তাদের জেরা করা হয়েছিল। শান্তিপ্রসাদের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল। সেই সময় বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছিল। এই সংক্রান্ত মামলায় যে সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদের।

    অশোকের নাম ছিল চতুর্থ। সিবিআই সূত্রে খবর, বুধবার সকাল থেকে এই নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। কিন্তু তাতেও তাঁরা সহযোগিতা করেননি বলে অভিযোগ। তদন্তকারীদের বিভ্রান্ত করা চেষ্টাও করেন বলে অভিযোগ। তাই শেষ পর্যন্ত এই দুজনকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় সিবিআই। প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসসি দুর্নীতি মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ৯৮ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির বিরুদ্ধে। কমিটির প্রধান এসপি সিনহা-সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। যদিও এই মামলায় এতদিন কাউকে গ্রেফতার করেনি সিবিআই।

    CBI & SSC Corruption এসএসসি নিয়োগ দুর্নীতিতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই।

    Anubrata Mandal গরুপাচার-কাণ্ডে বুধবার অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ সিবিআইয়ের।

    MORE NEWS – ১৪ দিনের ‘বেড রেস্ট’ লিখে দেওয়ার অনুরোধ করেন অনুব্রত, দাবি চিকিৎসক চন্দ্রনাথের।

    ‘সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দিতে বলেন সুপার। তাঁকে বেড রেস্ট লিখে দেওয়ার জন্য অনুরোধ করেন খোদ অনুব্রত মণ্ডলই। অনুব্রত মণ্ডলের কথাতেই তিনি ১৪ দিনের বেড রেস্টের পরামর্শ লিখে দেন।’ গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের সিবিআই হাজিরা নিয়ে টানাপোড়েনের মধ্যেই এমনই বিস্ফোরক দাবি করলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দশম সমন দিয়েছে সিবিআই। কিন্তু প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে যান। আর অনুপস্থিতির কারণ হিসাবে বারবার তিনি নিজের অসুস্থতার কথা বলেছেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments