More
    Homeঅনান্যRahul Majumder তোমায় আমায় মিলে'-এর সিক্যুয়েল নয়, যীশু-নীলাঞ্জনার প্রযোজনায় মুখ্য দেখা যাবে...

    Rahul Majumder তোমায় আমায় মিলে’-এর সিক্যুয়েল নয়, যীশু-নীলাঞ্জনার প্রযোজনায় মুখ্য দেখা যাবে রাহুলকে।

    Today Kolkata:- আসছে ‘তোমায় আমায় মিলে ২’। আবারও ছোটপর্দায় ফিরছেন যীশু-নীলাঞ্জনা। সম্প্রতি এমনটাই শোনা যাচ্ছিল। দর্শকরাও অধির অপেক্ষায় ছিলেন। কিন্ত তাদের সেই অপেক্ষার ব্যর্থ অবসান হল। সূত্রের খবর আসছে না ‘তোমায় আমায় মিলে ২’। সম্পূর্ণ এক অন্য ঘরানার গল্প বলবে এই ধারাবাহিক। প্রতিদিনের শাশুড়ি, বৌমার কোন্দল লেগেই চলেছে। এমন গল্প আর নয়। সব মন কষাকষির বদলে মন ভাল করা গল্প নিয়ে আসছে নতুন এক ধারাবাহিক। মুখ্য চরিত্রে দেখা যাবে রাহুল মজুমদারকে(Rahul Majumder)। আর নায়িকার ভূমিকায় সম্পূর্ণ নতুন মুখ। জানা গিয়েছে, ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো শ্যুট হয়ে গিয়েছে। রাহুল অবশ্য এ বিষয়ে কিছু বলতেই নারাজ। তিনি জানান, “এখন এই বিষয়ে কোনও কথাই বলতে পারব না।” কয়েক মাস হল শেষ হয়েছে ‘খুকুমণি হোমডেলিভারি’। কিছু দিন আগে পর্যন্ত খুকুমণি আর বিহানের প্রেমের গল্পে মজে ছিলেন দর্শক। এবার শীঘ্রই নতুন অবতারে দেখা যাবে রাহুল। ধারাবাহিকের সম্পর্কে এর থেকে বেশি এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে দেখার অপেক্ষা, নতুন এই ধারাবাহিকটি কতটা আপন করে নেয় দর্শক।

    Rahul Majumder তোমায় আমায় মিলে’-এর সিক্যুয়েল নয়, যীশু-নীলাঞ্জনার প্রযোজনায় মুখ্য দেখা যাবে রাহুলকে।

    Anubrata Mandal গরুপাচার-কাণ্ডে বুধবার অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ সিবিআইয়ের।

    CBI vs Partho & Arpita পার্থ ও অর্পিতাকে হেফাজতে নিয়ে এবার জেরা করতে চায় সিবিআই।

    Taiwan China news তাইওয়ানের কাছে সেনা কার্যকলাপ বাড়াল চিন, মিসাইল হানার দাবি বেজিংয়ের।

    Mozo Oparation বন্দুকবাজ’ জওয়ানকে বাগে আনতে শর্ত মানল কলকাতা পুলিশ, সফল অপারেশন মোজো’ অভিযান!

    Weather Red alert নিম্নচাপ, রেড এলার্ট জারি আবহাওয়া দপ্তরের।

    MORE NEWS – ১৪ দিনের ‘বেড রেস্ট’ লিখে দেওয়ার অনুরোধ করেন অনুব্রত, দাবি চিকিৎসক চন্দ্রনাথের।

    ‘সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দিতে বলেন সুপার। তাঁকে বেড রেস্ট লিখে দেওয়ার জন্য অনুরোধ করেন খোদ অনুব্রত মণ্ডলই। অনুব্রত মণ্ডলের কথাতেই তিনি ১৪ দিনের বেড রেস্টের পরামর্শ লিখে দেন।’ গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের সিবিআই হাজিরা নিয়ে টানাপোড়েনের মধ্যেই এমনই বিস্ফোরক দাবি করলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দশম সমন দিয়েছে সিবিআই। কিন্তু প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে যান। আর অনুপস্থিতির কারণ হিসাবে বারবার তিনি নিজের অসুস্থতার কথা বলেছেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments