More
    HomeখবরArrest memo অ্যারেস্ট মেমোতে সই-এর অপেক্ষা, আজই অনুব্রতকে আদালতে তুলতে চায় সিবিআই।

    Arrest memo অ্যারেস্ট মেমোতে সই-এর অপেক্ষা, আজই অনুব্রতকে আদালতে তুলতে চায় সিবিআই।

    Today kolkata:- গরুপাচার কাণ্ডে আটক করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার বোলপুরে অনুব্রতের বাড়িতে আসেন সিবিআই আধিকারিকরা। আসানসোল ইএসআই-এ থেকে অনুব্রত মণ্ডলকে শীতলপুর গেস্ট হাউজে নিয়ে যায় সিবিআই। সেখানেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। এখন শুধু অ্যারেস্ট মেমোতে (Arrest memo) সই-এর অপেক্ষা! বৃহস্পতিবারই অনুব্রতকে আদালতে তুলতে চায় সিবিআই। এদিন সকালে নিজের বাড়ি থেকে আটক করার পর অনুব্রতকে নিয়ে প্রথমে আসানসোল ইএসআই হাসপাতালে যায় সিবিআই। সেখানে থেকে নিয়ে যাওয়া হয় ইসিএল-এর গেস্ট হাউজে। অনুব্রতর মেডিক্যাল পরীক্ষা করানো হতে পারে বলে অনুমান।

    Arrest memo অ্যারেস্ট মেমোতে সই-এর অপেক্ষা, আজই অনুব্রতকে আদালতে তুলতে চায় সিবিআই।

    চিকিৎসকের টিমও হাজির। অনুব্রতকে দিয়ে অ্যারেস্ট মেমোয় সই-ও করাতে পারে সিবিআই। তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল। এই অভিযোগে গরুপাচার মামলায় সিবিআই তাঁকে আটক করেছে। এই মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। কিন্তু মাত্র একবার হাজিরা দিয়েছেন তিনি। অসুস্থতার কথা বলে বুধবারও হাজিরা এড়িয়ে যান অনুব্রত। বেলা ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি আসেননি। আইনজীবীর মারফত চিঠি পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরার জন্য ১৪ দিন সময় চেয়েছেন অনুব্রত। সূত্রের খবর, বুধবার বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিৎসকের বয়ান রেকর্ড করা হতে পারে। অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিৎসককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হবে।

    Arrest memo অ্যারেস্ট মেমোতে সই-এর অপেক্ষা, আজই অনুব্রতকে আদালতে তুলতে চায় সিবিআই।

    CBI & SSC Corruption এসএসসি নিয়োগ দুর্নীতিতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই।

    Bolpur Medical Super ১৪ দিনের ‘বেড রেস্ট’ লিখে দেওয়ার অনুরোধ করেন অনুব্রত, দাবি চিকিৎসক চন্দ্রনাথের।

    Weather Kolkata শহরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রয়োজনীয় পদক্ষেপ করল কলকাতা পুরসভা।

    সকালে অনুব্রতর বাড়িতে ঢুকেই শুরু হয় তল্লাশি অভিযান। বাড়িতে যে অফিস রয়েছে, সেখানেও হানা দিয়েছেন তদন্তকারীরা। তাঁর দেহরক্ষীদের বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। সেখানে সরাসরি অনুব্রতর যুক্ত থাকার বেশ কিছু প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। সেই বিষয়েই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments