More
    Homeঅনান্যBaishnabnagar Thana জাতীয় সরকের পাশের নয়ানজুলিতে মিললো ক্ষতবিক্ষত দেহ।

    Baishnabnagar Thana জাতীয় সরকের পাশের নয়ানজুলিতে মিললো ক্ষতবিক্ষত দেহ।

    মালদাঃ- জাতীয় সরকের পাশের নয়ানজুলিতে মিললো ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা (Baishnabnagar Thana) এলাকার ঘোষানীমোড়ের পাশের নয়ানজুলিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই জনৈক ব্যক্তির নাম গঙ্গা ঘোষ, বয়স আনুমানিক ৩৮বছর । সে কখনও হোটেলে তো কখনও গাড়িতে দিনমজুরের কাজ করতো। তার বাড়িতে নাবালক দুই ছেলে সহ তার স্ত্রী ও বিধবা মা রয়েছে। ভাই কর্মসুত্রে ভিন রাজ্যে রয়েছে। মৃত ব্যক্তির পরিবার সুত্রে জানা গেছে, সে গতকাল সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বের হয় তার কোন বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে। এরপরে দুপুর নাগাদ তার বাড়ির সকলেই তার বোনের বাড়িতে মনসা গান শুনতে যায়। ওই মৃত ব্যক্তির কাছে ফোন না থাকায় রাতে আর ওই ব্যক্তির পরিবারের কেউই বাড়ি ফিরেছে কিনা সেই খোঁজ করেনি।

    আজ দুপুর নাগাদ গ্রামবাসীদের কাছেই শুনতে পাই যে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে বাড়ি থেকে ২০০ মিটার দূরে। ওর মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে ফেলে দিয়েছে। তার শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে, তাছাড়াও তার হাতে গরম জল বা এসিড জাতীয় কিছু ফেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার মায়ের। এদিকে বৈষ্ণবনগরের বিজেপি নেতা জগাই ঘোষ বর্তমান শাসক দল ও প্রশাসনকে তুলোধুনো করেন। তিনি বলেন, বর্তমান শাসক দলের আমলে প্রশাসনিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। আমাদের এলাকায় আইনের শাসন নেই, শাসকের শাসন চলছে।

    Baishnabnagar Thana জাতীয় সরকের পাশের নয়ানজুলিতে মিললো ক্ষতবিক্ষত দেহ।

    MORE NEWS – কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে BJP কে উৎখাত করার ডাক দিলেন প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

    কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দেগে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে মেদিনীপুর তৃণমূল দলীয় কার্যালয় থেকে BJP কে উৎখাত করার ডাক দিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো (Srikanta Mahato), রবিবার জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংগঠনিক জেলার সমস্ত কৃষক ক্ষেতমজুর সেলের সভাপতি দের নিয়ে প্রস্তুতি বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি, তিনি বলেন আগামী ২১ শে জুলাই কলকাতা ধর্মতলা শহীদ দিবস সফল করার লক্ষ্যে প্রত্যেক ব্লক সভাপতির নির্দেশ দেওয়া হয়েছে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments