More
    Homeঅনান্যPurba Medinipur Digha দীঘার সুমুদ্রে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে পর্যটকের মৃত্যু।

    Purba Medinipur Digha দীঘার সুমুদ্রে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে পর্যটকের মৃত্যু।

    Today Kolkata:- দীঘার (Purba Medinipur Digha) সুমুদ্রে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে পর্যটকের মৃত্যু। গতকাল বারাসাত থেকে একটি পর্যটকের দল দীঘায় বেড়াতে আসে, আজ দুপুরে ওল্ড দীঘার জগন্নাথ ঘাটের কাছে সমুদ্রে স্নান করতে নামেন দত্তপুকুর এলাকার বাসিন্দা রতন সামন্ত (৩৫ ) সঙ্গে স্ত্রী ও পাঁচ বছরের বাচ্চা। এমন সময় রতন স্নান করতে করতে গভীর সমুদ্রে চলে যান ঘটনাটি দেখতে পান তার দলের অন্যান্যরা তড়িঘড়ি করে রতন বাবুর স্ত্রীকে উদ্ধার করতে পারলেও রতন নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় পর দীঘার পুলিশ প্রশাসন নজরদারি চালানো শুরু করে স্পিড বোর্ড ও নামানো হয়।
    শেষমেষ জোয়ারের তোড়ে রতনের দেহ পাড়ে ভেসে আসে ,নুলিয়ারা উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। বারবার সমুদ্রস্নানে নেমে পর্যটকের মৃত্যু ঘটনা বাড়তে থাকায় প্রশাসনের নজরদারির অভাবের অভিযোগ তুলেছেন পর্যটকরা। দীঘার সৈকতে প্রচুর সংখ্যক নুলিয়া নিয়োগ করা হলেও সঠিক নজর দারির অভাব থাকায় মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছেনা দীঘার সমুদ্রে।

    Purba Medinipur Digha দীঘার সুমুদ্রে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে পর্যটকের মৃত্যু।

    Baishnabnagar Thana জাতীয় সরকের পাশের নয়ানজুলিতে মিললো ক্ষতবিক্ষত দেহ।

    Medinipur city মেদিনীপুর শহরের স্পোর্টসম্যান রিক্রেয়েশন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

    Chandrakonaroad বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে চন্দ্রকোনারোডে সচেতনতা প্রচার।

    প্রয়াত নাট্যকার সুনীল চক্রবর্তীর নাটক “টাকার রং কালো” চিত্রায়িত করেছেন পরিচালক কল্যাণ সরকার।

    MORE NEWS – ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে উপলক্ষ্যে খড়্গপুর স্টেশনে জিআরপি র পক্ষ থেকে সচেতনতা শিবির।

    আজ ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে। সেই উপলক্ষ্যে খড়্গপুর স্টেশনে জিআরপি(Kharagpur GRP) র পক্ষ থেকে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হল আজ। পাশাপাশি পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় এদিন এই কর্মসূচির মাধ্যমে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়্গপুর জিআরপি পুলিশের আধিকারিক এবং কর্মীরা। অন্যদিকে খড়্গপুর টাউন থানার উদ্যোগে পালন করা হল বিশ্ব মাদক দিবস। উক্ত কর্মসূচির অঙ্গ হিসাবে খড়্গপুর গোল বাজার মুসলিম চক থেকে খড়্গপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল সংঘটিত করে তারা। থানা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রী এবং পুলিশকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments