More
    Homeঅনান্যKharagpur GRP ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে উপলক্ষ্যে খড়্গপুর স্টেশনে জিআরপি র...

    Kharagpur GRP ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে উপলক্ষ্যে খড়্গপুর স্টেশনে জিআরপি র পক্ষ থেকে সচেতনতা শিবির।

    Today Kolkata:- আজ ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে। সেই উপলক্ষ্যে খড়্গপুর স্টেশনে জিআরপি(Kharagpur GRP) র পক্ষ থেকে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হল আজ। পাশাপাশি পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় এদিন এই কর্মসূচির মাধ্যমে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়্গপুর জিআরপি পুলিশের আধিকারিক এবং কর্মীরা। অন্যদিকে খড়্গপুর টাউন থানার উদ্যোগে পালন করা হল বিশ্ব মাদক দিবস। উক্ত কর্মসূচির অঙ্গ হিসাবে খড়্গপুর গোল বাজার মুসলিম চক থেকে খড়্গপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল সংঘটিত করে তারা। থানা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রী এবং পুলিশকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে। নেশার ক্ষতিকর দিকগুলি তুলে ধরে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় এদিন। পাশাপাশি বিশ্ব মাদক দিবস পালন করল নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন। আজ থানা এলাকার চাতুরিভাড়া থেকে থানা পর্যন্ত একটি মিছিল সংঘটিত করে তারা। নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক আনিসুর রহমান সহ পুরুষ ও মহিলা সিভিক এবং পুলিশকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে। সাধারণ মানুষকে মাদকদ্রব্য সম্পর্কে সচেতনতার বার্তা দিতে এই মিছিলের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

    Kharagpur GRP ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে উপলক্ষ্যে খড়্গপুর স্টেশনে জিআরপি র পক্ষ থেকে সচেতনতা শিবির।

    প্রয়াত নাট্যকার সুনীল চক্রবর্তীর নাটক “টাকার রং কালো” চিত্রায়িত করেছেন পরিচালক কল্যাণ সরকার।

    Neuro বারাসাত ২৮ নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতির কার্যালয়ে বিনা ব্যয়ে নার্ভের চিকিৎসা শিবির।

    MORE NEWS – জুলাই এর শহীদ সভাকে সফল করতে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক কমিটির তৈরী ব্যানার ও ফেস্টুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

    মেদিনীপুরের বিদ্যাসাগর হলে এদিনের সভায় ২১ জুলাই এর শহীদ সভাকে (Sahid dibas) সফল করতে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক কমিটির তৈরী ব্যানার ও ফেস্টুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এখানে মানস বাবু জানান, ২১ জুলাই কর্মসূচি নয়। আন্দোলন, আবেগ, রক্তস্রোতের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ। যার নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। সচিত্র পরিচয় পত্র ছাড়া ভোট নয় এই গন আন্দোলন পরে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। কেন্দ্র সরকারের কঠোর সমালোচনা করে তাঁকে বলতে শোনা যায়, কি আক্রমন হচ্ছে অভিষেক ব্যানার্জির ওপর, তাঁর স্ত্রী দুই সন্তানের জননীর ওপর। কেন্দ্র সরকার কিভাবে একের পর এক প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপ নিচ্ছে সকলে দেখছেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments