More
    Homeঅনান্যNeuro বারাসাত ২৮ নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতির কার্যালয়ে বিনা ব্যয়ে নার্ভের চিকিৎসা...

    Neuro বারাসাত ২৮ নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতির কার্যালয়ে বিনা ব্যয়ে নার্ভের চিকিৎসা শিবির।

    Today Kolkata:- বারাসাত ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্যের উদ্যোগে বারাসাতে এই প্রথমবার বিনা ব্যয়ে নার্ভের (Neuro) চিকিৎসা শিবির করা হলো বারাসাত ২৮ নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতির কার্যালযে। চিকিৎসা করানোর জন্য সকাল থেকেই উপচে পড়া ভিড় এই কার্যালযে। প্রায় শতাধিক মানুষের নাম ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়ে গেছে।

    Neuro বারাসাত ২৮ নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতির কার্যালয়ে বিনা ব্যয়ে নার্ভের চিকিৎসা শিবির।

    পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার সাউরিতে আবারও বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ।

    উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ফেল করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করলো এক ছাত্রী।

    Malda Zilla Police 30 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার 3।

    MORE NEWS – কামতাপুরি পিপলস্ পার্টি ইউনাইটেড পক্ষ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে এক বাইক র‍্যালি।

    কামতাপুরি পিপলস্ পার্টি ইউনাইটেড পক্ষ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে এক বাইক র‍্যালি করাহয়, এদিন হবিবপুর থানার কেন্দপুকুর বাদল মাঠ থেকে এই বাইক র‍্যালি বের হয় হবিবপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের যাবে এই বাইক র‍্যালি। প্রশাসনের তরফে পারমিশন না পাওয়ায় পরে সিদ্ধান্ত হয় পাঁচটি করে বাইক নিয়ে প্রচার চালাবে। এদিন এই র‍্যালির মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন পৃথক রাজ্য ও কামতাপুরি ভাষা স্বীকৃতি সহ বেকারত্ব দূরীকরণ দাবি জানিয়ে এদিন প্রচার চালান। এদিন উপস্থিত ছিলেন কামতাপুরি পিপলসপার্টি সাধারণ সম্পাদক সুভাষ বর্মন সহ পাটীর কর্মীরা। CONTINUE READING

    MORE NEWS – জোর করে জমি দখলের প্রতিবাদে করে আক্রান্ত দম্পতি।

    জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্যামনগর (Shyamnagar) রাহুতার মন্ডল পাড়ায়। দখলের উদ্দেশ্যে ফাঁকা পড়ে থাকা জমির বেশ কয়েক কাঠা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতী তান্ডবে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাগর পাত্র ও তার স্ত্রী আলোকা পাত্র। CONTINUE READING

    MORE NEWS – মিতালি এক্সপ্রেস জলপাইগুড়ি টাউন স্টেশনে, আবারও দেখতে ভিড় আম জনতার।

    মিতালি এক্সপ্রেস (Mitali Express) জলপাইগুড়ি টাউন স্টেশনে। আবারও দেখতে ভিড় আম জনতার। হাত দেখিয়ে অভিনন্দন বাংলাদেশী যাত্রী দের। বুধবার জলপাইগুড়ি টাউন স্টেশনে দুটো রেল ক্রসিং এর দরুণ ভারত বাংলাদেশ মিতালি এক্সপ্রেস আজ জলপাইগুড়ি স্টেশনে একেবারেই ধীর গতিতে যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments