More
    Homeঅনান্যShyamnagar জোর করে জমি দখলের প্রতিবাদে করে আক্রান্ত দম্পতি।

    Shyamnagar জোর করে জমি দখলের প্রতিবাদে করে আক্রান্ত দম্পতি।

    Today Kolkata:- জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্যামনগর (Shyamnagar) রাহুতার মন্ডল পাড়ায়। দখলের উদ্দেশ্যে ফাঁকা পড়ে থাকা জমির বেশ কয়েক কাঠা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতী তান্ডবে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাগর পাত্র ও তার স্ত্রী আলোকা পাত্র। আক্রান্ত গৃহবধূ অলোকা পাত্রের অভিযোগ, সোমবার সন্ধেয় তিনি গির্জায় প্রার্থনা করছিলেন। সেইসময় কিছ দুষ্কৃতী এসে তাকে মারধোর করে। এমনকি জঙ্গলের দিকে তাকে টেনে নিয়ে যাবারও চেষ্টা করে। ঠেকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে স্বামীও আক্রান্ত হন। অলোকা দেবীর অভিযোগ, পাড়ার মোড়ল কানাই মন্ডলের নেতৃত্বে জমি দখল নেবার চেষ্টা করা হচ্ছে। ভয় দেখিয়ে এলাকা ছাড়া করে ওরা জমির দখল নিতে চাইছে। মঙ্গলবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন অলোকা দেবীর স্বামী সাগর পাত্র। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। যদিও কানাই মন্ডলের দাবি, ওদের অভিযোগ ভিত্তিহীন। তার বিরুদ্ধে জমি দখল নেবার অভিযোগ মিথ্যা। তার বদনাম করার জন্য এসব রটানো হচ্ছে।

    Shyamnagar জোর করে জমি দখলের প্রতিবাদে করে আক্রান্ত দম্পতি।

    Nabadwip নবদ্বীপে সাতসকালেই ঘরের ভেতর থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

    MORE NEWS – কুড়মালি ভাষার পঠন-পাঠনের আবেদন জানিয়ে অধ্যক্ষ কে চিঠি দিল কুড়মি সমাজ।

    দক্ষিণ দিনাজপুর কুড়মী সমাজের পক্ষ থেকে বালুরঘাট কলেজের প্রিন্সিপালের কাছে কুড়মালি ভাষায় (Kurmali Language) পঠন-পাঠনের আবেদন জানিয়ে একটি আবেদনপত্র তুলে দেওয়া হয়। জেলা কুর্মী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক চন্দ্র মাহাতো সহ আরো অনেকে। প্রকাশ থাকে যে এর পূর্বে ঝারগ্রাম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এর বিভিন্ন ইউনিভার্সিটি তে কুড়মালি ভাষায়, CONTINUE READING

    MORE NEWS – গভীররাতে চুরি করতে বাধা পেয়ে, গৃহকর্ত্রীকে মাথায় আঘাত করে পালালো দুষ্কৃতীরা।

    দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব কালিকাপুর এলাকার ঘটনা। গভীর রাতে চুরির উদ্দেশ্যে 5 ,6 জনের দুস্কৃতির একটি দল পেছনের দেওয়ালের নিচের অংশের সিদ কেটে গৃহে প্রবেশ করে । কিন্তু গৃহকর্ত্রী জানতে পেরে, বাধা দেওয়ায় তার মাথায় সজোরে ইটের আঘাত হানে এবং দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর চেঁচামেচি করতেই আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments