More
    Homeঅনান্যRupnarayan রুপনারায়ন নদীতে ডুবলো ট্রলার, উদ্ধার ৬।

    Rupnarayan রুপনারায়ন নদীতে ডুবলো ট্রলার, উদ্ধার ৬।

    Today Kolkata:- জোয়ারের টানে উল্টে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় ট্রলারে থাকা ৬ মৎস্যজীবী। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারায়ণপুরে। জানা গিয়েছে এদিন কোলাঘাট থেকে একটি ট্রলার গেঁওখালীর উদ্দেশ্যে যাওয়ার সময় তমলুকের নারায়নপুরে রুপনারায়নের (Rupnarayan) চরে আটকে যায়। জোয়ার আসায় ট্রলারটি উলটে যায়। ট্রলারে থাকা মৎস্যজীবীদের চিৎকারে স্থানীয়দের চেস্টায় তাদের উদ্ধার করা সম্ভব হয়। ৬ জনের মধ্যে দুজনের অবস্থা আশংকা জনক বলে জানা গিয়েছে। জোয়ারের টানে ট্রলারটিকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। কাঁথির পর আবার তমলুকে ট্রলার ডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    Rupnarayan রুপনারায়ন নদীতে ডুবলো ট্রলার, উদ্ধার ৬।

    Bharatiya Majdur Sangha দিলীপ ঘোষ তাহেরপুরে ভারতীয় মজদুর সংঘের কর্মসূচিতে শামিল হলেন।

    Police মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি করার অভিযোগে হাসপাতালে অভিযান পৌরপতির, পুলিশ সিল করল দোকান।

    SSC নিয়ে রাজ্য সরকারের দুর্নীতি রাজ্যের পাশাপাশি সারা দেশের মানুষের সামনে আজ এসেছে।

    জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি দাঁতনের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

    MORE NEWS – কুড়মালি ভাষার পঠন-পাঠনের আবেদন জানিয়ে অধ্যক্ষ কে চিঠি দিল কুড়মি সমাজ।

    দক্ষিণ দিনাজপুর কুড়মী সমাজের পক্ষ থেকে বালুরঘাট কলেজের প্রিন্সিপালের কাছে কুড়মালি ভাষায় (Kurmali Language) পঠন-পাঠনের আবেদন জানিয়ে একটি আবেদনপত্র তুলে দেওয়া হয়। জেলা কুর্মী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক চন্দ্র মাহাতো সহ আরো অনেকে। প্রকাশ থাকে যে এর পূর্বে ঝারগ্রাম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এর বিভিন্ন ইউনিভার্সিটি তে কুড়মালি ভাষায় অনার্সসহ সার্টিফিকেট ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করানো হচ্ছে। CONTINUE READING

    MORE NEWS – সারানো হলোনা চন্দ্রকোনার কেসেডাল এলাকার কাঠের সেতুটি।

    গতবছরের বন্যায় চন্দ্রকোনা (Chandrakona Kesedal) দু’নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কেসেডাল এলাকায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা কাঠের সেতুটি ভেঙে যায়। ফের বর্ষার মরশুম চলে আসলেও এখনো পর্যন্ত সারানো হলোনা চন্দ্রকোনার কেসেডাল এলাকার কাঠের সেতুটি। উল্লেখ্য ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কেসেডাল এলাকায় শিলাবতী নদীতে থাকা কাঠের সেতুটি জলের চাপে ভেঙে যায়, আর ভগ্নপ্রায় অবস্থায় বছর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত প্রশাসনের উদ্যোগে সারানো হলো না, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments