More
    Homeঅনান্যMitali Express মিতালি এক্সপ্রেস জলপাইগুড়ি টাউন স্টেশনে, আবারও দেখতে ভিড় আম জনতার।

    Mitali Express মিতালি এক্সপ্রেস জলপাইগুড়ি টাউন স্টেশনে, আবারও দেখতে ভিড় আম জনতার।

    Today Kolkata:- মিতালি এক্সপ্রেস (Mitali Express) জলপাইগুড়ি টাউন স্টেশনে। আবারও দেখতে ভিড় আম জনতার। হাত দেখিয়ে অভিনন্দন বাংলাদেশী যাত্রী দের। বুধবার জলপাইগুড়ি টাউন স্টেশনে দুটো রেল ক্রসিং এর দরুণ ভারত বাংলাদেশ মিতালি এক্সপ্রেস আজ জলপাইগুড়ি স্টেশনে একেবারেই ধীর গতিতে যায়। ফলে এই সংবাদ শোনা মাত্র ই পথ চলতি থেকে সাধারণ মানুষ স্টেশনে এসে ড়িড় জমিয়ে বাংলাদেশের যাত্রী দের অভিনন্দন জানায়।যাত্রী রাও হাত দেখায় সাধারণ স্টেশনের যাত্রী দের।

    Mitali Express মিতালি এক্সপ্রেস জলপাইগুড়ি টাউন স্টেশনে, আবারও দেখতে ভিড় আম জনতার।

    MORE NEWS – রুপনারায়ন নদীতে ডুবলো ট্রলার, উদ্ধার ৬।

    জোয়ারের টানে উল্টে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় ট্রলারে থাকা ৬ মৎস্যজীবী। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারায়ণপুরে। জানা গিয়েছে এদিন কোলাঘাট থেকে একটি ট্রলার গেঁওখালীর উদ্দেশ্যে যাওয়ার সময় তমলুকের নারায়নপুরে রুপনারায়নের (Rupnarayan) চরে আটকে যায়। CONTINUE READING

    MORE NEWS – জোর করে জমি দখলের প্রতিবাদে করে আক্রান্ত দম্পতি।

    জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্যামনগর (Shyamnagar) রাহুতার মন্ডল পাড়ায়। দখলের উদ্দেশ্যে ফাঁকা পড়ে থাকা জমির বেশ কয়েক কাঠা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতী তান্ডবে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাগর পাত্র ও তার স্ত্রী আলোকা পাত্র। আক্রান্ত গৃহবধূ অলোকা পাত্রের অভিযোগ, সোমবার সন্ধেয় তিনি গির্জায় প্রার্থনা করছিলেন। সেইসময় কিছ দুষ্কৃতী এসে তাকে মারধোর করে। এমনকি জঙ্গলের দিকে তাকে টেনে নিয়ে যাবারও চেষ্টা করে। CONTINUE READING

    MORE NEWS – বাংলাদেশে পদ্মা সেতু কোটি মানুষের স্বপ্নের সেতু।

    বাংলাদেশে পদ্মা সেতু (Padma Setu) কোটি মানুষের স্বপ্নের সেতু। এটি কেবল সেতুই নয়, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আর আত্মমর্যাদার প্রতীক। কোটি মানুষের সেই স্বপ্ন এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। অপেক্ষার প্রহর প্রায় শেষ। বহুল প্রতীক্ষিত সেতুটি আগামী ২৫ জুন সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উদ্বোধন করবেন। পরদিন ভোর ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুটি। এই পদ্মা সেতুর কারণে ভাগ্যের দুয়ার খুলবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের। খুলনা ও বরিশাল বিভাগসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাকে এতদিন বিচ্ছিন্ন করে রেখেছিল পদ্মার বিপুল জলরাশি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments