More
    Homeঅনান্যজোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি দাঁতনের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

    জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি দাঁতনের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

    বেলদা, জোড়াগেড়িয়া:- পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি আয়োজিত হল দাঁতন দু নম্বর ব্লকের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মূলত রাজ্য সরকারের পাড়ায় সমাধান কর্মসূচির মতন জেলা পুলিশের উদ্যোগে প্রতিটি থানার বুথ স্তরে এলাকাবাসীদের সঙ্গে নিবিড় সংযোগ ও সমস্যার সমাধানের লক্ষ্যে এই সংযোগ ও সমাধান কর্মসূচির আয়োজন। জেলার থানা এলাকাগুলিতে যে সকল সমস্যাগুলি মূলত আলাপ আলোচনা ও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে থানায় সমাধান করা যেতে পারে সেই সকল সমস্যাগুলিকে পাড়ার বুথ স্তরে সমাধান করার লক্ষ্যে এবং মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করার লক্ষ্যে এই জনসংযোগ ও সমাধান কর্মসূচির আয়োজন। সেইমতো পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে থানা এলাকার দাঁতন দু নম্বর ব্লকের সাবড়ার রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে জোড়াগেড়িয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ভাস্কর দেবনাথ ও ফাঁড়ির অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এলাকার মানুষের অভাব অভিযোগ এবং তার সমস্যার সমাধান করা হয়। আর এই ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসীরাও।

    জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি দাঁতনের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

    MORE NEWS – গাজোল ব্লক ডি ওয়াই এফ আই লোকাল কমিটির উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয় সোমবার সন্ধ্যায়।

    মালদাঃ– গাজোল ব্লক ডি ওয়াই এফ আই লোকাল কমিটির উদ্যোগে, গাজোল শহরের একটি মিছিল অনুষ্ঠিত হয় সোমবার সন্ধ্যায়। তারা প্রথমে গাজোল শহরের প্রমোদ দাশগুপ্ত ভবন তাদের কার্যালয়ে জমায়েত হন সেখান থেকে মিছিল শুরু করে গাজোল শহর পরিক্রমা করে আবার এখানে এসে মিছিল শেষ হয়। উপস্থিত ছিলেন গাজোল ব্লক ডিওয়াইএফআই সম্পাদক জিসান আহমেদ প্রাক্তন বিধায়ক সাধু টুডু, মোশারফ হোসেন সুজিত দাস, মুক্তার আলীসহ অন্যান্য নেতৃত্ব। জিসান আহমেদ বলেন আমাদের সর্বভারতীয় 21 তম সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতায় সে সম্মেলনকে সফল করার লক্ষে এছাড়াও রাজ্যে খুন নারী নির্যাতন দরষন দিন দিন বেড়ে চলেছে লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে, CONTINUE READING

    “গভর্নর যাঁকে বলেছিলেন তিনিই শপথ নিচ্ছেন, তাহলে এত নাটক করার কী দরকার” বললেন দিলীপ ঘোষ।

    লেখিকা এবং গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায় “অন্নদাশঙ্কর সম্মান” ফিরিয়ে দিলেন।

    ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্র পতন ঘটল, চলে গেলেন প্রখ্যাত সন্তুর শিল্পী শিব কুমার শর্মা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments